নাম্বার ছাড়া খুলুন হাজার হাজার ইমো একাউন্ট

আমার প্রোফাইলে দেখেন একটা লিংক আছে লিংকে প্রবেশ করলে সমস্ত কিছু বুঝতে পারবেন

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.

বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ট্রিক্স নিয়ে এসেছি. ইমু বর্তমানে খুবই জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি সফটওয়্যার যেটির মাধ্যমে আপনারা আপনার বন্ধুদের সাথে ভিডিও কল করে থাকেন. এবং আপনাদের অনেক বন্ধু-বান্ধব আছে যারা দেশের বাইরে থাকে তাদের সাথে ইমুতে কথা বলতে হয়. এখন আসল কথা হলো অনেকেরই সিম নাম্বার থাকে না হয়তো থাকলেও এই নাম্বার দিয়ে আপনি ইমু খুলতে চাচ্ছেন না কিন্তু আজকে আমি বলব কিভাবে আপনারা নিজের নাম্বার ছাড়া ইমো একাউন্ট খুলবেন এবং খুব সহজেই করতে পারবেন. আপনার মোবাইলের কোন সিমের প্রয়োজন হবেনা এমনকি শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলে চলবে আপনি ওয়াইফাই দিয়েও করতে পারেন. তার জন্য আপনাদের যা করতে হবে আপনাদের প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে. আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Text Now এই নামে সার্চ করার পর প্রথমে চলে আসবে অ্যাপসটি তারপর এটি অপেন করবেন তারপর সাইনআপ এ ক্লিক করবেন ক্লিক করার পর যে কোন একটি আন্তাজি বা বুল ইমেইল এড্রেস দিবেন সঠিক হলেও সমস্যা নেই. তারপর একটা যেকোন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা হতে হবে 8 ডিজিটের. তারপর সাইনআপ এ ক্লিক করবেন এরপর ভেরিফাই ক্লিক করবেন তারপর ডোন্ট ইউজ মাই লোকেশন এ ক্লিক করবেন স্কিপ দিবেন. এরপর আপনাকে একটি সংখ্যা দিতে বলবে আপনি সেখানে (315) দিবেন তারপর অনেকগুলো নাম্বার শো করবে আপনি সেখান থেকে একটা নাম্বার সিলেক্ট করবেন তারপর অ্যাপসটির ইন্টারফেয়ার করবে সেখান থেকে আপনি নাম্বারটি কপি করে নিবেন তারপর ইমোতে যাবেন যখন ইমু নাম্বার চাইবে তখন এ নাম্বারটি দেবেন তারপর আপনার text now সফটওয়্যার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর নাম দিবেন এখন আপনার ইমো একাউন্ট খোলা হয়ে গেল. তো বন্ধুরা এভাবে আপনারা যত খুশি তত ইমো একাউন্ট করতে পারবেন আপনার নিজের মোবাইল নাম্বার ছাড়া সবাইকে ধন্যবাদ.

Related Posts

5 Comments

মন্তব্য করুন