পাওয়ার বাটন ছাড়া মোবাইল লক করুন

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন. আশা করি অনেক ভাল আছেন. আজকে এমন একটি ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই পাওয়ার বাটনে ক্লিক না করে মোবাইল লক করতে পারবেন. পাওয়ার বাটনে বারবার ক্লিক করতে করতে একসময় পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়. আজকের ট্রিকসের মাধ্যমে আপনারা পাওয়ার বাটন ক্লিক না করে মোবাইল লক করতে পারবেন. আপনার প্লে স্টোর থেকে লক(lock) নামের একটি অ্যাপস ডাউনলোড করে নিবেন. তারপর অ্যাপসটি এক্টিভ করে দিবেন. তারপর
S9 লাঞ্চার টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন. লঞ্চারটি আপনার মোবাইলে সেট করে নেবেন. তারপর ডেক্সটপ এ ক্লিক করে ধরে রাখবেন. S9 সেটিংস এ ক্লিক করবেন. নিচের দিকে দেখবেন গেস্টার নামে একটা অপশন আছে. সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাবল ট্যাপ একটা অপশন আছে. সেখানে ক্লিক করে আপনাকে একটি অ্যাপস সেট করতে বলবে তারপর আপনি লক অ্যাপস টা সেট করে নিবেন. তারপর আপনার কাজ শেষ এখন আপনি মোবাইলের ডেক্সটপে চলে যান ডেক্সটপ এর খালি জায়গায় দুইবার ক্লিক করেন দেখেন আপনার মোবাইল ইনস্ট্যান্ট লক হয়ে গেছে. বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের পাওয়ার বাটন ছাড়া মোবাইল লক করতে পারবেন. বন্ধুরা আপনাদের সুবিধার জন্য নিচে স্ক্রিনশট দিয়ে রেখেছি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ.

Related Posts

8 Comments

মন্তব্য করুন