পেজ সেটআপ বলতে কী বােঝ ? কোনাে ডকুমেন্টে কীভাবে পৃষ্ঠা নম্বর দেওয়া যায়

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

পেজ সেটআপ বলতে কী বােঝ ? কোনাে ডকুমেন্টে কীভাবে পৃষ্ঠা নম্বর দেওয়া যায় বর্ণনা ।

পেজ সেটআপ মূলত ডকুমেন্টে কাজ করার সময় ব্যবহৃত হয় । ওয়ার্কবুকের ডানে – বামে , উপরে – নিচে কি পরিমাণ ফাঁকা জায়গা থাকবে তা নির্ধারণ করার জন্য যে ডায়ালগ বক্স থাকে তাকে বলা হয় পেজ সেটআপ । । ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দেওয়ার প্রক্রিয়া : ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রস্তুত করার সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হলাে এর প্রতিটি পৃষ্ঠায় পেজ নম্বর দেওয়া । এর জন্য প্রথমেই ওয়ার্ড প্রসেসর প্রােগ্রামটি ওপেন করতে হবে । তারপর রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বার আইকনে ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে । সেখানে যে ড্রপডাউন মেনু রয়েছে তা থেকে Top to page , Bottom to page , page Margins অথবা Current position ইত্যাদি লেখা আইকনে মাউস রাখলে বিভিন্ন ধরনের পেজ নাম্বার সম্বলিত স্যাম্পল পেজ দেখা যায় । সেখান থেকে যেকোনাে একটি সিলেক্ট করলে ডকুমেন্টে ঐ স্টাইলের পেজ নাম্বার টি বসে যাবে । নিজেদের ইচ্ছামতাে । নাম্বার প্রক্রিয়া নির্ধারণ করার জন্য পেজ নাম্বার ড্রপডাউনের Format age Number অংশে ক্লিক করতে হবে । সেখান থেকে Page Number Format ডায়ালগ বক্সে Number Format প্রক্রিয়া করে OK বাটনে ক্লিক করলেই ডকুমেন্টের পেজে পেজ নম্বর বসে ) । এভাবে ওয়ার্ড প্রসেসরের ডকমেন্টে পৃষ্ঠা নম্বর দেওয়া হয় ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা পেজ সেটআপ বলতে কী বােঝ ? কোনাে ডকুমেন্টে কীভাবে পৃষ্ঠা নম্বর দেওয়া যায়

বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

3 Comments

মন্তব্য করুন