প্যালেটে নতুন লেয়ার যুক্ত করার কৌশল বর্ণনা

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

প্যালেটে নতুন লেয়ার যুক্ত করার কৌশল বর্ণনা ।

ফটোশপে একাধিক ছবির ফাইল নিয়ে কাজ করার জন্য একাধিক লেয়ার ব্যবহার করতে হয় ।
ভিন্ন ভিন্ন ছবি ভিন্ন ভিন্ন । লেয়ারে রেখে তাদের অবস্থান পরিবর্তনসহ অন্যান্য কাজ সম্পাদন করা হয় ।
প্যালেটে নতুন লেয়ার যুক্ত করার কৌশল নিচে বর্ণনা করা হলাে প্যালেটের নিচে Create a new layer আইকনে ক্লিক করলে বিদ্যমান লেয়ার বা সিলেক্ট করা লেয়ারটির উপরে একটি নতুন লেয়ার যুক্ত হবে । এ লেয়ারটি হবে স্বচ্ছ লেয়ার ।
নতুন যুক্ত করা লেয়ারে কোনাে অবজেক্ট তৈরি করে প্রয়ােজন অনুযায়ী সরিয়ে স্থাপন করা যাবে ।
এভাবে পাচটি লেয়ার তৈরি করলে ১ নম্বর লেয়ারের উপরে ২ নম্বর লেয়ার , ২ নম্বর লেয়ারের উপর ৩ নম্বর লেয়ার , ৩ নম্বর লেয়ারের উপর ৪ নম্বর লেয়ার বিন্যস্ত হবে । আরও লেয়ার যুক্ত করা হলে পর্যায়ক্রমে বিন্যস্ত হবে ।
প্রয়ােজন হলে লেয়ারের স্তর বিন্যাস পরিবর্তন করে নেওয়া যায় । ২ নম্বর লেয়ারে ক্লিক করে মাউসে চাপ রেখে উপরের দিকে ড্রাগ করে ৩ নম্বর লেয়ারের উপর ছেড়ে দিলে লেয়ারটি ৩ নম্বর এবং ৪ নম্বর লেয়ারের মাঝখানে স্থাপিত হবে । দুটি লেয়ারের মাঝখানের বিভাজন রেখা সিলেক্টেড হওয়ার পর মাউসের চাপ ছেড়ে দিতে হবে ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা প্যালেটে নতুন লেয়ার যুক্ত করার কৌশল বর্ণনা ।
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই শিখে নিন

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

1 Comment

মন্তব্য করুন