প্রেজেন্টেশনের স্লাইড আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য । স্লাইডে ভিডিও যুক্ত করার কৌশল

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

প্রেজেন্টেশনের স্লাইড আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য । স্লাইডে ভিডিও যুক্ত করার কৌশল বর্ণনা ।

প্রেজেন্টেশনের স্লাইড আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য স্লাইডে ভিডিও যুক্ত করা যায় ।
ধরা যাক , ‘ ডিজিটাল বাংলাদেশ ’ উপস্থাপনার শুরুর স্লাইডে একটি ভিডিও যুক্ত করতে হবে ।
এ জন্য • ডিজিটাল বাংলাদেশ উপস্থাপনাটির প্রথম স্লাইড খােলা রাখতে হবে । • Insert মেনুর রিবনে Movie ড্রপ – ডাউনে ক্লিক করলে Movie from file কমান্ড পাওয়া যাবে । Movie from file কমান্ড । সিলেক্ট করলে Insert Movie ডায়ালগ বক্স আসবে ।
Insert Movie ডায়ালগ বক্সের ভিডিও ফোল্ডার থেকে একটি মুভি ফাইল সিলেক্ট করতে হবে ।
ডায়ালগ বক্সের OK বােতামে ক্লিক করতে হবে । একটি জিজ্ঞাসাসূচক বার্তা বক্স আসবে ” How do you want the movie to start in the slide show ? ” বার্তা বক্সে দুটি বােতাম থাকবে Automatically এবং When Clicked . প্রয়ােজনীয় বােতামে ক্লিক করলে বার্তা বক্স চলে যাবে এবং স্লাইডে ভিডিও ফাইল স্থাপিত হবে । ফাইলটি ড্র্যাগ করে ।
যেকোনাে স্থানে সরিয়ে স্থাপন করা যাবে এবং ফাইলের । রিসাইজ বক্স ড্রাগ করে ফাইলটির আকার ছােট – বড় করা যাবে ।
কি – বাের্ডের F5 বােতামে ক্লিক করলে প্রথম স্লাইডটি প্রদর্শিত হবে । স্লাইডে ভিডিও ফাইলের থাম্বনেইল দৃশ্যমান থাকবে ।
ভিডিও ফাইলের থাম্বনেইলে ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে ।
মুভি ফাইলটি সংযােজন করার সময় Automatically সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুভিটি ও চালু হয়ে যাবে ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা প্রেজেন্টেশনের স্লাইড আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য । স্লাইডে ভিডিও যুক্ত করার কৌশল বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts