আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি।ঠিক তেমনি আজও একটি ব্লগ নিয়ে এসেছি।আপনাদের সামনে আজ আমি আমার ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি।তো আজকে আমি আলোচনা করব কিভাবে একটি এপ ভালো নাকি ফেক তা কিভাবে বুঝবেন।তাহলে চলুন আমরা শুরু করি।
প্লে স্টোর নানা ধরনের এপ থাকে।অথবা যেকোনো সাইটে নানা ধরনের এপ থাকে। এপটি ভালো নাকি ফেক তা কিভাবে বুঝবেন এমন অনেক দ্বিধা কাজ করে।কাজেই এ বিষয়টি পরিষ্কার করে দিতে আজকের এ পোস্টটি।যদি এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন,তাহলে দেখে নিবেন এর ডাউনলোডস কত? ডাউনলোডস 1M+মূলত একটি ভালো এপের হয়।কাজেই 1M + ডাউনলোডস কোনো এপ আপনি ডাউনলোড করে দেখতে পারেন।আবার কোনো এপের ডাইনলোডস 1k-500k, আবার প্লে স্টোর রেটিংস ৪.৭ তাহলে এপটি ততও ভালো না।বরং কোম্পানির জিমেইল দিয়ে এর রেটিংস বাড়ানো হয়েছে।একটি ভালো এপের রেটিং মুলত ৪.৫ অথবা এর কম কারন ভালো এপের ডাউনলোডস হয় অনেক বেশি।কাজেই এর ইউজারও অনেক বেশি।এপটির বেশি ইউজার থাকে বলে একেকজন একেকধরনের রেটিং দেয়, যার ফলে মোট রেটিংস হয় ৪.৫/৫ অথবা এর কম দেখায়।মনে রাখবেন ইউজার বেশি আবার রেটিংসও ৪.২+ তাহলে এপটি নিঃসন্দেহে ভালো।আবার ডাউনলোড বেশি অথচ রেটিংস ৩.৫ বা এর কম তাহলে এপটি অতটা ভালো না।হয়তো ফেকও হতে পারে।
আবার চাইলে গুগলে এপটি ফেক না রিয়াল এ ব্যাপারে সার্চ দিতে পারেন।সার্চ দেয়ার জন্য প্রথমে ব্রাউজারে যাবেন।তারপর google.com URL দিয়ে গুগলে যাবেন।তারপর সার্চ বাটনে ইংরেজিতে লিখবেন ঃপ্রথমে এপটির নাম +Is legit or Scam.এভাবে সার্চ দেয়ার পর যদি সকল ওয়েবসাইটে দেখায় App is legit তখন বুঝবেন এপটি ভালো।আর যদি দেখেন Scam তখন বুঝবেন এপটি ফেক।
এই ট্রিক্স ব্যবহার করে আপনি বুঝতে পারবেন কোন এপটি ভালো আর কোনটি ফেক। এভাবে আপনি চাইলে প্লে স্টোর থেকে ভালো এপটি ডাঊনলোড করে নিতে পারেন।এতে ফেক এপ থেকে সাবধান থাকতে পারেন।।কতগুলো এপ এমনিতেই ফেক। যেমনঃ Fishing Go, Royel Plan etc.আর তাই আপনাকে সাবধান হয়ে এপ ইন্সটল করা উচিত।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
#দ্রুত গতিতে ফোন চার্জ করুন।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।