ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়

আসসালামু  আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।

এডোবি ফটোশপ একটি জনপ্রিয় এডিটিং সফটওয়্যার হিসেবে আমাদের  সকলের নিকট খুবই  পরিচিত। যারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে থাকেন  তাদের কাছে এই সফটওয়ারটি হলো বা হাত ।  তাদের যাবতীয় সকল ধরণের প্রায় সকল ধরণের কাজ সম্পন্ন হয়ে থাকে এই সফটওয়্যার দিয়ে। তাই এর গুরুত্ব অনেক যা এক কথায় বলে শেষ করা যাবেনা।এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার।

যারা ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা রাখে তাদের প্রায় সকলেরই কম বেশি  ধারণা রয়েছে এই সফটওয়ারটির সম্পর্কে।কিন্তু  যারা এই সফটওয়্যারটি সম্পর্কে খুব বেশি জানিনা তারা এই সফটওয়্যার এর কাজ সম্পর্কে তাদের জন্য আজ আমি  এই সফটওয়্যারটির দিয়ে কি ধরনের কাজ করানো হয় সেই সম্পর্কে প্রয়োজনীয় কাজ নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব । আশা করি  আপনাদের উপকার হবে।

ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায় ?

১.ফটোশপ দিয়ে এডিটিং করা যায়।
২.ফটোশপ দিয়ে ছবি এডিটিং করে নতুনত্ব প্রদান করা যায়।
৩.ফটোশপ দিয়ে আপনি যেকোনো পুরানো ছবিকে একদম নতুন করে তুলতে পারবেন।
৪.ফটোশপ ব্যবহার করে আপনি ছবির পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন।

৫.আপনি বিভিন্ন ধরণের লোগো সমূহ খুব সহজে ডিজাইন করতে পারবেন ফটোশপ ব্যবহার করে।
৬.ফটোশপ ব্যবহার করে আপনি ব্যানার ডিজাইন করতে পারবেন।
৭.ফটোশপ ব্যবহার করে আপনি  এনিমেশন তৈরী করতে পারবেন।
৮.ফটোশপ দিয়ে আপনি খুব সুন্দরভাবে ওয়েব ডিজাইন করতে পারেন। আজকাল অনেক ওয়েব ডিজাইনাররা তাদের ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে ফটোশপকে বেঁচে নিচ্ছে।

৯.ফটোশপ ব্যবহার করে আপনি খুব সহজেই শার্ট ডিজাইন করতে পারেন।
১০.আপনি খুব সুন্দরকরে টেক্সটগুলো সাজিয়ে তা ছবি কিংবা ভিডিওতে ব্যবহার করতে পারেন।
১১.আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করে টাইপোগ্রাফি করতে পারেন।

ধন্যবাদ সবাইকে। সামনে এমন আরো নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

7 Comments

মন্তব্য করুন