আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা??
আশা করি সবাই ভাল আছেন। আমাদের অনেক সময় অনেকের ফেসবুক একাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা জানি না যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়।তাই আজকে নিয়ে এলাম ফেসবুক একাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার এই ট্রিকস।
তো চলুন বন্ধুরা শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুক অ্যাপে তারপর আপনাকে ক্লিক করতে হবে ফেইসবুক অ্যাপ এ ডান দিকে উপরে তিনটি বার থাকে সেখানে।তারপরে স্ক্রল করে নিচে নামতে হবে।
সেখানে লেখা দেখতে পাবেন ১.হেল্প সেন্টার অথবা হেল্প সেখানে ক্লিক করতে হবে।
কিছু লেখা আসবে তার মধ্যে ২.ম্যানেজ একাউন্ট বলে একটা লেখা থাকবে সেখানে যেতে হবে। তার পরে ৩.deactivating or deleting your account তার পরে
৪.the difference between deactivating or deleting your account এই অপশন টায় যেতে হবে তারপরে এমন কিছু লিখা আসবে যে লেখাটা ৫.ডিলিট ইওর একাউন্ট অথবা
৬.ইফ ইউ ওয়ান্ট টু ডিলিট ইওর একাউন্ট লেট আস নো।
সেখানে যেতে হবে ফার পরে আইডির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলেই আইডি ডিএক্টিভ হয়ে যাবে এবং 30 দিনের মধ্যে আপনার একাউন্ট ফেসবুক অথরিটি ডিলিট করে দেবে।
অর্থাৎ এ প্রসেসিংয়ের 30 দিন পরে আপনার একাউন্টটি ডিলিট হবে।
ধন্যবাদ বন্ধুরা,
আমার এই পোষ্টটির জন্য যদি আপনাদের কারো কোন উপকার হয় খুশি হবো।
hmmmmm valo hoyeche lekha
Aita kono trick hoilo
Helpful
nice
Ok
oo
ok