হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
বিশ্বের সবথেকে জনপ্রিয় সোস্যাল মিডিয়াগুলো সম্পর্কে আপনারা তো সবাই জানেন। কিন্তু তার মধ্যে ফেসবুক ও ইউটিউব সবথেকে বেশি জনপ্রিয় সোস্যাল মিডিয়া। আমাদের দেশের কথাই ভাবি না কেন, বর্তমানে এমন কেউ নেই যে তার ফেসবুক এ্যাকাউন্ট নেই।
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন চেনা-অচেনা মানুষকে বন্ধু বানায়। সেই বন্ধুদের সাথে মেসেজে, অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে কথাও বলে থাকি। তবে ফেসবুকের একটা প্রাইভেসির বিষয় আছে, যেটা আমাদের জানা উচিত।
যদি আমরা ফেসবুকের সতর্কতা না বজায় রাখতে পারি, তাহলে আমাদের ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। তাই আমাদের ফেসবুকের পাসওর্য়াড যদি শক্ত না হয়, তাহলে তো সমস্যা বটেই।
সেই কারণেই আপনার ফেসবুকের পাসওর্য়াড কঠিন না হয়, তাহলে আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তাতেও কোন সমস্যা নেই। আপনি আমার এই স্টেপগুলোকে অনুসরণ করেও পাসওর্য়াড পরিবর্তন করতে পারবেন।
১. আপনার ফোনের ডাটা কানেকশন অন করুন।
২. ফেসবুক লগিন করে নিন / লগিন থাকলে তো কথাই নেই।
৩. এখন ডানপাশে উপরের দিকে থ্রি ডট মেনু / অর্থাৎ = এরকম তিনটি মাইনাস চিহ্নের মত দেখতে পাবেন সেখানে যাবেন।
৪. এরপর settings এ ক্লিক করুন।
৫. তারপর একটু নিচের দিকে লক্ষ্য করবেন security and login লেখা আছে ঐ অপশনটিতে যাবেন।
৬. একটু নিচে দেখবেন change password সেখানে ক্লিক করুন।
৭. তিনটি অপসন দেখতে পাবেন।যেমন- ১. পুরাতন পাসওর্য়াড, ২. নতুন পাসওর্য়াড, ৩. আবার নতুন পাসওর্য়াড এর জায়গায় পাসওর্য়াড দিয়ে দিন।
৮. নিচে save change এ ক্লিক করুন।
এখন আপনার কাজ শেষ, এভাবেই আপনি আপনার ফেসবুকের পাসওর্য়াড পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন নতুন পাসওর্য়াডটি যেন অবশ্যই কঠিন হয়, যাতে করে সহজেই হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে।
।।।।।।। ধন্যবাদ ।।।।।।।