ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন এবং হ্যাকারদের হাত থেকে বাঁচান!!

হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছে যেটির মাধ্যমে আশা করি সকলের উপকারে আসবে।

আমরা ফেসবুক ব্যবহার করি না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না।

এবং এই ফেসবুকে কিভাবে সিকিউরিটির মধ্যে রাখতে হয় সেটা কিন্তু 95 শতাংশ লোক জানিনা।

তাই আমি আপনাদের সামনে আজ এমন একটি বিষয় এমন একটি ট্রিকস বলবো যেটির মাধ্যম আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করে নিতে পারেন।

ভেরিফাই অনেকেই জানেন না এটা কি,আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করার থাকে তাহলে কোন হ্যাকার আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না বা রিপোর্ট করতে পারবে না সর্বোপরি বলা যায় আপনার অ্যাকাউন্ট কখনো নষ্ট করা থেকে বিরত রাখবে এই ভেরিফাই।

তাই কিভাবে আপনি আপনার একাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের বলে দিচ্ছি এই আর্টিকেল এর মাধ্যমে।
*সর্বপ্রথম আপনি আপনার কাঙ্খিত অ্যাকাউন্ট লগইন করবেন।
*লগইন করার পর সেটিংস এ চলে যাবে।
*পার্সোনাল ইনফরমেশন এ প্রেস করবেন।
*তারপরে আপনি আপনার সামনে দেখতে পারবেন identify confirmation নামক একটি সেটিংস আছে ওটার উপর প্রেস করবেন।
*তারপর আপনার NID card, back front photos তুলবেন।
*এর পরে আপনি সাবমিট করে দিবেন।
***শর্তাবলী****
#একাউন্ট ভেরিফাই করতে হলে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার ফেইসবুক একাউন্টের নাম থাকতে হবে। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের birthday date অনুযায়ী আপনার NID card birthday সমান সমান এবং সঠিকভাবে থাকতে হবে। এবং আপনার একাউন্টে ফলোয়ার থাকতে হবে যথেষ্ট পরিমাণে।যখন আপনার একাউন্টে 10000 প্লাস ফলোয়ার থাকবে তখন আপনি এই কাজটি করলে আপনার একাউন্ট ভেরিফাই হবে 100% গ্যারান্টি দেওয়া যায়। যদি নরমাল কোন একাউন্টে ভেরিফাই করতে চান তাহলে এটা কখনোই ভেরিফি হবে না। এই একাউন্টে ফ্যান ফলোয়ার অধিক পরিমাণে আছে ফেসবুক কর্তৃপক্ষ তাদের একাউন্টি ভেরিফাই করে থাকেন।তাই ফেসবুক একাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে সর্ব প্রথম ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে।
ধন্যবাদ
Best of luck

number

Related Posts

3 Comments

মন্তব্য করুন