বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
ফেসবুক কী ? সামাজিক যােগাযােগ সাইটের জনপ্রিয়তার কারণ কী ?
বর্তমান যুগে সামাজিক যােগাযােগ সাইট হিসেবে ফেস খুব জনপ্রিয় মাধ্যম । ২০০৪ সালের ৪ঠা ফেবয়ারি মার্ক জাকারবার্গ । তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন । এ সাইটে বিনামূল্যে যেকেউ সদস্য হতে পারে । সামাজিক যােগাযােগ সাইটের জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে । সামাজিক যােগাযােগ সাইটের জনপ্রিয়তার কারণ হলাে অন্যের কাছে । নিজেকে প্রকাশ করা , অন্যকে মুগ্ধ করার সুযােগ পাওয়া , মনােবিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন প্রত্যেক মানুষের ভেতরেই প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে অথবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের সুপ্ত আকাভক্ষা থাকে । সেটাকে মনােবিজ্ঞানের ভাষায় Narcissism বলে । সামাজিক যােগাযােগের সাইটগুলাে মানুষের এ | সস্ত বাসনাকে জাগ্রত করে দেয় । সবাই তখন নিজেকে জনপ্রিয় করে । তােলার জন্য নিজের অনেক খুঁটিনাটি ও তুচ্ছ ব্যাপার শেয়ার করে । কেউ তা দেখে খুশি হয় , কেউ পছন্দ করলে খুশির মাত্রা বেড়ে যায় , কতজন তার এ ব্যাপার লক্ষ করছে তা জানা যায় । বর্তমানে www . stastica . com এর রিপাের্ট অনুযায়ী মার্চ – ২০১৫ – এ বিশ্বে । ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৪১৫ মিলিয়ন । অর্থাৎ নিজেকে বড় পরিসরে উপস্থাপন করার মানসিকতাই সামাজিক যােগাযােগ | সাইটকে জনপ্রিয় করার প্রধান কারণ ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা ফেসবুক কী ? সামাজিক যােগাযােগ সাইটের জনপ্রিয়তার কারণ কী ?
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা করেন তাহলে এই পোস্টটা সহজেই বুঝতে পারবেন এই পোস্টের ভিতরে আমি কি দেখেছি
একটু মনো যোগ দিয়ে পড়েন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ