ফ্রিল্যান্সিং কী ? এর সাহায্যে কীভাবে লাভবান হওয়া যায় ?

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

ফ্রিল্যান্সিং কী ? এর সাহায্যে কীভাবে লাভবান হওয়া যায় ?
ফ্রিল্যান্সিং হলাে ইন্টারনেটের সাহায্যে বাইরের বিভিন্ন দেশের কোম্পানি হতে কাজ করে অর্থ উপার্জন করার পদ্ধতি ।
ফ্রিল্যান্সিং – এর মাধ্যমে ব্যক্তিগতভাবে অর্থ উপার্জন করা সম্ব । একাজের মধ্যে রয়েছে – ওয়েব ডেভেলাপিং , ওয়েব ডিজাইনিং , মােবাইল অ্যাপ ডিজাইন , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ( এসইও ) , আর্টিকেল রাইটিং , ট্রান্সলেটর , পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট , ডেটা এন্ট্রি , ই – মেইল মার্কেটিং , অ্যাপ্লিয়েট মার্কেটিং ইত্যাদি ।
এক্ষেত্রে ভালাে প্রােগ্রামারদের কাজের মূল্য অনেক বেশি । তারা তাদের কাজের মাধ্যমে বিভিন্ন দেশের কোম্পানি যেমন – গুগল , মাইক্রোসফট , ইনটেল ফেসবুকের মত বিশ্বখ্যাত কোম্পানিগুলাের সাথে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করে ।
নিচে ফ্রিল্যান্সিং – এর কিছু সুবিধা আলােচনা করা হলাে
i . ফ্রিল্যান্সিং – এর মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব ।
ii . ফ্রিল্যান্সিং – এ কাজ করে অধিক যােগ্যতাসম্পন্ন যে কেউ বিভিন্ন | স্বনামধন্য কোম্পানি যেমন – গুগল , মাইক্রোসফট , ইনটেল । ইত্যাদিতে সুনাম অর্জন করতে পারে ।
iii . ফ্রিল্যান্সিং – এর মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া যায় , সাথে সাথে বিভিন্ন প্রতিযােগিতার মাধ্যমে কাজ নেওয়া লাগে বলে | মেধার ও দক্ষতার সঠিক যাচাই করা যায় ।
iv . ফ্রিল্যান্সাররা নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন স্বনামধন্য | প্রতিষ্ঠানে নিজের ভালাে অবস্থান সৃষ্টি করে নিতে পারে ।
v . ফ্রিল্যান্সররা দুই ভাবে কাজ নেয় । কনট্যাক্ট ও ঘণ্টাভিত্তিক । তাই | নিজের স্বাধীনমতাে কাজ করতে পারে ।
vi . ফ্রিল্যান্সির – এর কাজে অধিক ধৈর্যের প্রয়ােজন । পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হওয়াও প্রয়ােজন । ফলে নিজের আইসিটি বিষয় জ্ঞান আহরণ ছাড়াও আন্তর্জাতিক ভাষায় দক্ষ হওয়া যায় । ফ্রিল্যান্সিং সমভবনাময়ী একটি সেক্টর । যদি বাংলাদেশ সরকার সহায়তা করে তবে আমাদের দেশের প্রােগ্রামাররা অতি সহজেই এই সেক্টরটিকে সম্প্রসারণ করতে পারবে ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

3 Comments

মন্তব্য করুন