Cheap price backlink from grathor: info@grathor.com

ফ্রি তে রবি কল লিষ্ট দেখুন খুব সহজে 2022

আসলামুআলাইকুম, রিটন টেব বিডি (Riton Tech BD) এর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালো আছি। এটি আমার প্রথম এবং নতুন পোষ্ট। আশা করি সবার ভালো লাগবে।

টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ আমি কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক ধরেছেন। আজ আমি ফ্রি তে রবি কল লিষ্ট দেখুন খুব সহজে মাত্র 2 মিনিটে এ বিষয়ের উপর কথা বলবো।

আজ আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপ্স শেয়ার করবো যে অ্যাপ্স দিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রী, ভাই বা বোন এর সকলের কল লিষ্ট দেখতে পাবেন খুব সহজে। তাও আবার একটি অ্যাপ্স এর সাহায্যে। তার জন্য আপনার আলাদা কোন টাকা খরচ হবে না। প্লে-স্টোর থেকে মাই রবি অ্যাপ্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

* ডাউনলোড করার পর তা ওপেন করুন।

* এখানে আপনার রবি মোবাইল নাম্বারটি দেন।

* (মোবাইল এ একটি ওটিপি কোড আসবে তা যদি অটো এড না হয় তবে মেসেজ থেকে ওটিপি কোডটি নিয়ে এখানে এড করুন)

* এলাউ খুজলে তা এলাউ দিয়ে দিবেন।

* এরপর কুইক লিংক অপশনে অনেক লিংক পাবেন- একটু পাশে স্ক্রল করলে পাবেন কল হিস্টোরী।

* এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কল লিষ্ট, ইন্টারনেট, এসএমএস সব কিছু দেখা যাবে। (তবে এখানে কোন ইনকামিং কল দেখাবে না)।।।।।।।

 যদি কোন স্থানে আপনি কোন সমস্যায় পড়েন তবে আমার এ পোষ্টের নিচে গিয়ে কমেন্ট করে আসতে পারেন। আমি আপনাদের সাহায্য করবো।

*** আমি কোন ধরনের ট্রপিকের উপরে পোষ্ট লিখলে আপনাদের ভালো হবে তা যদি আমার এ পোষ্টের নিচে গিয়ে কমেন্ট করেন তাহলে আমি তা নিয়ে পোষ্ট লিখতে চেষ্টা করবো।

আমার প্রছন্দের বিষয় হলো- ইন্টারনেট, আউটসোসিং, এন্ড্রয়েড, উইন্ডোজ, ইউটব ভিডিও সম্পর্কে।

 পোষ্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

 সবাইকে ধন্যবাদ।

Related Posts

5 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No