২৪ মার্চ ১৯৮৭ সালে বাংলাদেশে জন্ম নেয় এক ইতিহাস তৈরির কারিগর। কোন রাজনৈতিক ব্যক্তি বা বিজ্ঞানী নন তিনি।তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। তার উচ্চতাঃ ১.৭৫মি(৫ফিট ৯ ইঞ্চি), ব্যাটিং:বাম হাতি।
২০০৬ সালে তিনি প্রথম জাতীয় দলের হয়ে খেলেন। ২০১১ সালে বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। ২০১৫ সালে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যে Test, ODI, T20 এই তিন ফরমেটেই no 1 All rounder হিসেবে নাম লেখান।
বর্তমানে তিনি,
👉Test এ 56 ম্যাচে 3862 রান, 210 উইকেট, 24 ক্যাচ ও 5 টি রান আউট করেন।
👉T20 এ 206 ম্যাচে 1567 রান, 92 উইকেট, 19 ক্যাচ ও 2 টি রান আউট করেন।
👉ODI এ 76 ম্যাচে 6323 রান, 260 উইকেট, 50 ক্যাচ ও 23 টি রান আউট করেন।
তিনি ই একমাত্র খেলোয়াড়, যার বিশ্বকাপের আসরে একই সঙ্গে সহস্রাধিক রান এবং ত্রিশোর্ধ্ব উইকেট রয়েছে।
তিনি এক মাত্র ব্যাক্তি,যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের আসরে একই ম্যাচে ফিফটি এবং পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে যুবরাজ সিং এই কৃতিত্ব অর্জন করেন।
তিনি ই একমাত্র ব্যক্তি যে ,
১. বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট নেন।
২. 3 ফরম্যাট এ No 1 All rounder ছিলেন।
৩. ২০১৯ বিশ্ব কাপে ৬০০ রান ও ১০ উইকেট নেন।
৪. বাংলাদেশের মধ্যে টেস্ট এ ২১৭ রান করেন।
৫. বাংলাদেশের মধ্যে ১৯৯ ম্যাচে ৬০০০ রান ও ২৫০ উইকেট নেন।
এছাড়াও আরও রেকর্ড আছে যা এই মুহূর্তে আমার মনে নেই।
এই বিশ্ব রেকর্ড কারী ব্যাক্তি আর কেউ নন, বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।🔰💝
ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী বলেন-“ভিরাট কোহলির মতো ক্রিকেটার কোটিতে একজন হয় কিন্তু সাকিব আল হাসান এর মতো ক্রিকেটার বিশ্বে এক জন ই হয় ” ।❤
বর্তমানে তিনি আইসিসি কর্তৃক ২ বছরের জন্য সাসপেন্ড হয়ে আছেন। ২৯ অক্টোবর ২০১৯ সালে তাকে আইসিসি ২ বছরের জন্য সাসপেন্ড করে।😞