আজ আমি বাংলাদেশের শীর্ষ ৫টি সাইট নিয়ে আলোচনা করব। আমার লেখার সমস্ত তথ্য আলেক্সা ডটকম থেকে সংগ্রহ করা হয়েছে।
১. ফেসবুক ডটকম বাংলাদেশের প্রথম অবস্থানে রয়েছে। ফেসবুক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বোঝা যাচ্ছে ফেসবুকে বাঙালি বেশি সময় নষ্ট করে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ফেসবুকের রয়েছে ২
২.গুগল ডটকম বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে। গুগল একটি সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে প্রথম স্থানে রয়েছে।
URL: http://google.com
৩.গুগল.কম.বিডি বাংলাদেশের তৃতীয় অবস্থানে রয়েছে। এটি গুগল বাংলাদেশের ওয়েবসাইট। গুগল.কম এবং গুগল.কম.বিডি একই কাজ করে।
URL: http://google.com.bd
৪.ইউটিউব ডটকম বাংলাদেশের চার নম্বরে রয়েছে। ইউটিউবের গ্লোবাল র্যাঙ্ক ৪. এবং মজার বিষয় হ’ল ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত জায়েদ করিম।
URL: http://youtube.com
৫.প্রথম আলো ডটকম বাংলাদেশের ৫ তম স্থানে রয়েছে। এটি বিশ্বের ৯৪৮ তম স্থানে রয়েছে।