বাজারে সব থেকে সেরা গেইমিং ফোন অল্প পুঁজির মধ্যে কিনে নিন

হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে স্মার্টফোনের কয়েকটি রিভিউ দিতে যাচ্ছি এর থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন আশা করি।

আমি প্রথমেই যে ফোনটি রিভিউ দিতে যাচ্ছি সেটি হল realme c3
বর্তমানে এই ফোনটি বাজারে সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি শক্তিশালী হার্ডডিক্স দ্বারা পরিচালিত।

অনেকেই গেইমিং ফোন খুজতেছেন তাদের জন্য এই ফোনটি খুব অল্প বাজেটের মধ্যে একটি শক্তিশালী এবং মানসম্মত ফোন হিসেবে কার্যকর।

Realme ci
পিছের দিকে দুইটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা বিশিষ্ট একটি ফোন।
720 মেগাপিক্সেলের এইচডি কোয়ালিটি।

7100 এম্পিয়ার ব্যাটারি পাওয়ার।
এবং 4 জিবি ramএবং 64gb rom.
এটির বাজারে মার্কেট প্রাইস মাত্র 10 হাজার টাকা 10000 টাকার মাধ্যমে আপনি এটি কিনতে পারেন।

একটি শক্তিশালী গ্রামীণফোন এটি দ্বারা আপনি যেকোন ধরনের গেম খেলতে পারবেন অনায়াসে।

**এরপরে আমি যে ফোনটা রেখে দিতে যাচ্ছি সেটি হচ্ছে redmi 5A
2gb ram16gb rom বিশিষ্ট একটি ফোন। গেম খেলার জন্য এটি বেশ কার্যকর একটি ফোন হিসেবে গণ্য।

দামের দিক থেকে খুব সস্তায় এবং ভালো গুণ সম্পন্ন একটি ফোন।
কিসের দিকে একটি ক্যামেরা এবং সামনের দিকে একটি ক্যামেরা বিশিষ্ট একটি ফোন 4000 এমপিয়ার একটি ব্যাটারি।

এটি একটি গেমিং ফোন এটা দিয়ে চাইলে আপনি যেকোন ধরনের গেম অনায়াসে কোন হ্যান্ড ছাড়া খেলতে পারবেন।
উপরে উল্লেখিত দুইটি ফনি সাধারণত গেম খেলার জন্য বিশেষ কার্যকারী।

তাই যদি আপনি কোন গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে এই দুইটি ফোন ভাল করে ট্রাই করে নিতে পারেন এবং খুব স্বল্প পুঁজির মধ্যে আপনি এই ফোন দুইটি ট্রাই করতে পারেন মাত্র 10 হাজার টাকার মধ্যে এই দুইটি ফোন আপনি আপনার হাতে নিয়ে নিতে পারবেন।

তাই আপনি যদি কোন ফোন করে করতে চান তাহলে এই দুইটি ফোনের মধ্যে একটিকে বেছে নিতে পারেন, এবং আপনি কোন প্রফেশনাল গেইমের হলে এই দুইটি ফোনের মধ্যেই একটি আপনার জন্য কার্যকর হবে।

ধন্যবাদ

Related Posts