বিকাশের পিন ভুল হলে 16247 কল না দিয়ে নিজেই যেভাবে ঠিক করবেন !

বর্তমান ডিজিটাল লেনদেন ভিতরে বিকাশ অন্যতম। কারণ বিকাশের মাধ্যমে একই স্থান থেকে অন্য স্থানে দ্রুত টাকা পাঠানো সম্ভব হয়। তাছাড়া বিকাশের মাধ্যমে খুব নিরাপদে টাকা পাঠানো সম্ভব হয় অনেক সময় দেখা যায় আমরা এই বিকাশে লেনদেন এর মাধ্যমে আমাদের বিকাশ একাউন্টের পিন নাম্বার ভুল করে দেওয়ার কারণে আমাদের বিকাশ একাউন্ট ব্লক হয়ে যায়। তখন আমরা আমাদের বিকাশ একাউন্টে টাকা তুলতে পারিনা আমাদের বিকাশ একাউন্টে টাকা তোলার জন্য দরকার হয়। পিন নাম্বার যদি সেই পিন নাম্বারটা না থাকে তাহলে আমার টাকা তুলব কিভাবে এবং আমাদের একাউন্ট ব্লক করে দেয়া হয়। বারবার ভুল পিন দেওয়ার কারনে সুতরাং আজ জানবেন কিভাবে বিকাশ একাউন্টের পিন নাম্বার নিজে নিজেই ঠিক করে নিবেন। কারণ এর আগে বিকাশ একাউন্টের পিন নাম্বারটি করার জন্য অফিসে কল দিতে হতো তারপর বিভিন্ন তথ্য দেয়ার পর তারা পিন রিসেট করে ঠিক করে দিত। কিন্তু বর্তমানে কোন কল ছাড়াই আপনি নিজেই পারবেন আপনার একাউন্ট ঠিক করতে। নষ্ট একাউন্ট ঠিক করার জন্য প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *247# তারপর আপনি দেখতে পারবেন নয় নম্বরে লেখা আছে pin reset তখন আপনি 9 রিপ্লাই দিবেন তারপর দেখতে পারবেন সেখানে বলতে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে আপনি আইডি কার্ড দিবেন তারপরে ok দিবেন এবার আপনার জন্ম সাল দিতে বলবে আপনি জন্মসাল দিবেন ok করবেন তারপরে আপনার যে কোন একটা সবশেষ লেনদেন করেছেন যেমন মোবাইল রিচার্জ, সেন্ড মানি, যেটা করেছেন সেটা টাকার পরিমাণটা দিয়ে ok দিবেন তারপর সাথে সাথেই অফিস থেকে আপনাকে একটা পিন রিসেটের এসএমএস পাঠিয়ে দিবে এবং আপনাকে পাঁচ সংখ্যার একটি কোড দেবে *247# ডায়াল করার পরে আপনি দেখবেন লেখা আছে 1 অ্যাক্টিভ আপনি এক রিপ্লাই দিয়ে তারপর আপনাকে যে এসএমএস দিয়েছে সেটা 5 pin দিবেন দেওয়ার পর আপনাকে নতুন 5 digit pin দিতে বলবে 5 সংখ্যার আপনি দিবেন তারপর আবার সেই একই পিন দিবেন তারপরে ওকে করলে আপনার পিকটা একদম সাকসেস ফুল হয়ে যাবে এবং সেট হয়ে যাবেও বিকাশ চালু হয়ে যাবে।।

Related Posts