বিনামূল্যে ডোমেইন নেইম ক্রয় করে ওয়েবসাইট হোস্টিং করুন

বর্তমান  যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান যুগে আমাদের মধ্যে অনেকেই বেকার।এই বেকারত্ব দূর করার জন্য আমরা জব খুঁজি। এমনই একটি জব ফ্রিল্যান্সিং। যার মাধ্যামে  আমরা ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারি। এমনই এক ধরনের কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ক্রিয়েটিং। একটি ওয়েবসাইটের জন্য আমাদেরকে প্রথমে ডোমেইন নেম কিনতে হয় । তারপর ওই ওয়েবসাইটটি পাবলিষ্ট করার জন্য ঐ ডোমেইন নেইম এ  হোস্ট করতে হয় ।আজ আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইটের কথা বলব,  যেখানে থেকে আপনারা বিনামূল্যে ওয়েবসাইট এর জন্য ডোমেন নেইম কিনতে পারবেন এবং বিনামূল্যে ওয়েবসাইট পাবলিশের জন্য হোস্টিং করতে পারবেন। ওয়েব সাইটটির নাম হচ্ছে ইনফিনিটি ফ্রী। ওয়েবসাইট এর লিঙ্ক:

http://infinity.net

এই  লিংকের মাধ্যমে আপনারা ইনফিনিটি ফ্রী ওয়েবসাইট এ প্রবেশ করুন। তারপর সাইনআপ এ ক্লিক করুন ।তারপর সেখানে আপনি আপনার একটি ইউজার নেম সেট করুন ।ইউজার নেমটি অবশ্যই নাম্বার এবং লেটার এর হতে হবে। কোন স্পেইস থাকা যাবেনা ।তারপর জিমেইল একাউন্টের জায়গায় আপনাদের জিমেইল এড্রেস সেট করুন ।আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট করুন ।পাসওয়ার্ড সেট করুন এবং ক্যাপচা ফিলাপ করুন ।ক্লিক করে সাইনআপ এ ক্লিক করুন ।তাহলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ।তারপর আপনারা ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করে ডোমেইন নেম কেনার জন্য সিলেক্ট করুন ।সেখানে আপনার পছন্দমত একটি ডোমেইন সিলেক্ট করুন এবং সার্চ অপশনে ক্লিক করুন ।তারপর একটি পাসওয়ার্ড সেট করে ক্রিয়েট অপশনে ক্লিক করুন তাহলেই আপনার ডোমেইন কেনা হয়ে জাবে এবং আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট বিনামূল্যে পাবলিস্ট করতে পারবেন। ডোমেইন নেম সেট হওয়ার পর আই এপ্রোভ ক্লিক করুন ।তারপর কন্ট্রোল প্যানেল বা সিপানেল এ প্রবেশ করুন ।সেখান থেকে সফ্টিকোলাস ইনস্টলার সিলেক্ট করুন এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন ।ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করুন ।তাহলেই আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট এবং পাবলিস্ট হয়ে যাবে ।তাছাড়া কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজার এর মধ্যে সকল ধরনের পেইজ রাখতে পারবেন ।এপটিপি একাউন্টের মাধ্যমে মোবাইল ফোন থেকে তৈরি ওয়েবসাইট বিনামূল্যে পাবলিস্ট করতে পারবেন।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করবেন । ভালো থাকবেন এবং বিনামূল্যে ওয়েবসাইট পাবলিশ্ট করুন।

Related Posts