বেকারত্ব নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। বেকারত্ব নিয়ে উক্তি –

প্রায় প্রতিটি শিক্ষার্থী এক সময়ে স্বপ্ন দেখে পড়াশোনা শেষ করে একটা ভাল চাকরি পাবার। সেইজন্য বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন চাকরির তীব্র প্রতিযোগিতায় বের হয় তখন তার মধ্যে এক ধরণের হতাশা কাজ করে।দেশের বেকারদের জন্য নতুন কোন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না আবার সেই সাথে প্রতিবছর চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা করর চাকরি পাওয়ার জন্য বিরাট হিমশিম খেতে হয়।

তাই চাকরি পাওয়া আজকাল সোনার হরিণ দাঁড়িয়েছে।যাদের আর্থিক অবস্থা ভালো তার বিদেশ চলে যাচ্ছে।কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেক যক্ষি ঝামেলা পোহাতে হচ্ছে।ভালো ফলাফল করেও আজকাল ভালো চাকরি পাওয়া রীতিমত যুদ্ধ হয়ে দাড়িয়েছে।শুধুমাত্র একটা ভালো চাকরি না পাওয়ার যন্ত্রনায় কত প্রিয়জন এর বিয়ে যাচ্ছে,ভাইয়ের একটা চাকরি না পাওয়ায় কত বোনের বিয়ে আটকে আছে,কতশত বৃদ্ধ মা বাবা ছেলের একটা চাকরি পাওয়ার আশায় বসে আছে।

বেকারত্ত  তাই এক অভিশপ্ত জীবন হয়ে দাড়িয়েছে।আর তাই আজ সেই  কিছু উক্তি  আপনাদের সামনে তুলে ধরব।

১.উক্তিঃ
হাতছাড়া হয়েছিল শেষ ট্রেন
ধুলোমাখা বিকেলে আর ফেরা হয়নি তার
বুকপকেটে স্বপ্ন মায়ের ছবি….

ঝলসানো শরীরে হাইভোল্টেজ তার

২.সারাদিন লাইনে দুপায়ে দাঁড়িয়ে
আশার হাত বাড়ায়ে
তবুও চাকরির খোজ নাইরে

৩.সকলেও চায় তার পরিবারকে সুখী করতে
কিন্তু পরিস্থিতির সংকটাপন্নে
বেকারত্ব এক অভিশাপে রুপ নেয় সকলের জীবনে।

৪.বেকারত্বের চাঁদরে মোড়ানো মুখগুলো বাকশক্তিহীন
কোথাও মেলেনা মনোবল,চাহনিতে পরিহাস
সবশেষ এ অন্ধকারে মা একনাত্র আশ্বাস। ”

৫.শুন্য বুক পকেটে বন্ধি বিভক্ত সমাজ উচ্চ ও নিম্নবিত্তে
কর্মব্যবস্থা ভাগ্যের পরিহাসে অমূল্য ডিগ্রি তকমা পায় বেকারত্বে

৬.বেকারত্বের দাবানলে ভষ্মীভূত স্বপ্ন
যে যুব সমাজ দিন কাটাচ্ছে মন্দে

৭.শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে
শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাদে

৮.বেকারের অসফল গলিতে
স্বপ্ন হারানোর গল্প
মৃত প্রেম মৃত সব স্বপ্ন

৯.ভালোবাসা শিখতে হয় একাকীত্তের সংগী হতে
প্রকৃত ভালোবাসা মরে যায় বেকারত্তের আঘাতে

১০.বেকার ছেলের জীবন ভাঙা কাচের মতন
যতই জোড়া লাগাও না কেউ থেকে যায় ক্ষত

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।

মাস্ক পড়ুন

সুস্থ থাকুন

Related Posts