–মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না…
তার জন্য একে অপরকে বুঝতে হয়..একে অপরের চাওয়া পাওয়া গুলোকে মূল্যায়ন করতে হয়..
–আপনি যদি একটা লোহাকে এক জায়গায় অনেক দিন ফেলে রেখে দিন..তাহলে দেখবেন কিছুদিন পরে সেটা মরিচীকা ধরে যায়…
সম্পর্ক গুলো ঠিক সেই রকম..
অবহেলা আর অযত্মে রেখে দিলে সম্পর্কে ও মরিচীকা ধরে যায়..সুন্দর সম্পর্ক টা ও নষ্ট হয়ে যায়…
–রিলেশনশিপে কেয়ার,জেলাস ফিল আসবেই…আপনার ভালোবাসার মানুষের সাথে কারো মেলামেশা থাকলে সেটা দেখলে আপনার খারাপ লাগবেই।
এটাই স্বাভাবিক.. কারন তাকে যে আপনি খুব ভালোবাসেন..
–আমাদের লাইফে আমাদেরকে কে কতটা ভালোবাসে..কে আপন আর কে পর..সেটা আমরা খুব সহজে বুঝতে পারি না…আর যখন বুঝি তখন সেই সময়টা শেষ হয়ে যায়…
চাইলে ও সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না..
–কথায় আছে না…
দাত থাকতে মানুষ দাতের মূল্য বুঝে না..ব্যাপারটা সেই রকম হয়..
যখন তারা আমাদের কাছে থাকে তখন আমরা তাদের মুল্য বুঝি না।দূর দূর করে দূরে সরিয়ে দেই..
কিন্তু একটা সময় সেই মানুষটার জন্যই চোখের পানি ফেলতে হয়..
–কেউ যদি আমাদেরকে অতিরিক্ত কেয়ার করে..তাহলে আমাদের উচিত তাকে বুঝার..কিন্ত আমরা সেটা করি না..তার সব কিছুকেই বিরক্ত মনে করি…
–কিনতু একটা বার ও কি ভেবে দেখেছেন তারা আমাদের নিয়ে কতটা ভাবে..কতটা ভাবার কারনে তাদের প্রতি আমাদের জন্য কেয়ার জন্মায়..
–এখন হয়তো বলবেন যে থাকার এমনি থাকে তাই তো..
–আরে রাস্তার একটা কুকুরকে আপনি একবার দুইবার তিনবার তাড়িয়ে দিয়ে..সে ও আর আপনার কাছে আসতে চাইবে না…
আর যে আপনাকে এত ভালোবাসছে সে তো একটা মানুষই ছিলো..
–হইতো সে আপনাকে মুখে কিছু বলবে না..
তবে আপনার এই ছোট ছোট অবহেলার কারনে আপনি তার মন থেকে একটা সময় মুছে যাবেন..
–আপনার প্রতি তার যে মনোভাব আছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে..
–যদি একটি গাছে আপনি পানি দেওয়া বন্ধ করে দেন তাহলে কি হবে? নিশ্চয়ই গাছটা মারা যাবে তাই না??ঠিক তেমনই আপনি যদি কাউকে অযত্ন করেন কাউকে অবহেলা করেন..তার প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেন..তাহলে আপনার জন্য তার মনোভাব টা ও মরে যায়..
–তাই যে মানুষটা আপনাকে ভালোবাসে আপনার কেয়ার করে..সব সময় আপনার কেয়ার করে সেই মানুষটাকে কখনো অবহেলা করবে না..
সেই মানুষটার মনটা নিয়ে কখনো খেলা করবে না..
কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না..এটাই চিরন্তন সত্য..