ভালো মানুষ হওয়ার কয়েকটি গুন /

প্রথমেই বলবো আমাদের শরির কে ভালো রাখতে হলে ব্যায়াম করতে হবে কারন ব্যায়াম এমন একটা জিনিস যা মানুষকে হাসি খুশি রাখে … আর একটা কথা কখন ও কিছু খারাপ বা অন্যায় করলে করলে তার জন্য মন খারাপ করার কিছু নেই …… কারন মানুষ মাত্রই ভুল হতে পারে আর কোন কিছু হারিয়ে আফসোস করা যাবে নাহ কারণ জিবনে বেছে থাকলে অনেক কিছু করা যাবে আর যেই জিনিস একেবারে হারিয়ে গেছে তার জন্য আফসোস করে ত লাভ নাই …… তাই বলি যে সবসমই হাসিখুশি থাকার চেষ্টা করবেন …… আর কোন কথা গুপন রাখবেন নাহ যারা একেবারে তোমার পরিচিত বাবা মা ভাই বোন যে কারো কাছে তা শেয়ার করার চেষ্টা করবেন দেখ্বেন সবসময় ভালো লাগবে … আর জিবনে স্টুডেন্ট লাইফে দুইটা দিক আশে ভালো আর মন্দ মানে ভালো বন্ধু আর খারাপ বন্ধু আপনি যার সাথে মিশবেন ঠিক তেমন ই হবেন … ভালো বন্ধুদের সাথে মিশলে ভালো আর খারাপ বন্ধু দের সাথে মিশলে খারাপ ……তবে জিবনের এই সময়ই কাজে লাগানোর সময় এই সময় এ যদি ভালো সৎ দিকে যাইতে পারেন জিবনে অনেক কিছু করতে পারবেন অনেক সম্মান আর অনেক সাক্সেচফুল হতে পারবেন … আর খারাপ বন্ধুদের অসৎ পথে চললে বোঝতেই তো পারতেছেন কি হবে সিগারেট গাজা সব খাওয়া শিখবেন চুরি ডাকাতি সব হবে …তাই  বলি যে ভালো হয়ে থাকবেন সবাই ভালো বলবে নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন বাবা মা খুশি হবে …… আর শোধও এই দিখে খেয়াল রাখলেই হবে নাহ … আপনাকে ভালো কিছু করতে হাসি খুশি থাকতে অবশ্যয় ভালো করে পড়া লিখা করতে হবে ……… পড়া লিখা যে কি জিনিষ যারা পড়া শোনা করে নি তাদের থেকে শুনে নিবেন …… জিবনে যারা বড় হইছে সবাইকে পড়া লিখা করে বড় হয়েছে ……… তাই বলি যে পড়া লিখা বেস্ট জিবনে কিছু করার দিখে …… আর পড়া লিখার পাশাপাশি শারিরিক ব্যায়াম করতে হবে জেন শরির টা ভালো থাকে …… তাই ব্যায়াম করা খুব ভালো একটা দিক …… যা মানুশকে হাসি খুশি রাখে শরীরকে ফিট ভালো রাখে ………..জিবনে চলার পথে টাকা পয়সার খুব দরকার কিন্তু যাদের নেই তাদের অনেক কষ্টে দিন যাই জিবনে টাকা পয়সা না থাকুক নিজেকে ছোট মনে করবেন নাহ … ধরজু ধরে থাকেন সফলতা আসবেই যদি ঠিক মতো চলেন মন মানুষিকটা যদি ভালো থাকে সফল আসবেই ইনশা আল্লাহ ……. আর বেশি কথা বলবো নাহ সবসময় হাশি খুশি থাকবেন……  আপনাদের জন্য দোয়া করলাম যেন সবসময় ভালো থাকেন … আর আমার জন্য ও দোয়া করবেন … সবাই ভালো থাকবেন খোদা হাফেয

Related Posts

20 Comments

মন্তব্য করুন