মাছ চাষের সাথে মুরগি পালন পদ্ধতি।

বিসমিল্লাহীর রহমানির রহীম
আসসালামু আলাইকুম। সম্মানিতন গ্রাথোরবাসি, আশা করি ভালো আছেন। শিরোনাম দেখে বুঝতেই পারছেন আজকের টপিক কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিকটি গ্রাথোরবাসি বা অন্যান্য ভাইদের অনেক কাজে দিবে। আমরা সবাই কম বেশি মুরগি কিংবা মাছ চাষের সাথে পরিচিত।আপনি যদি ভেবে থাকেন একটি পুকুর খনন করে মাছ চাষ করবেন। তাহলে আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন । আপনি চাইলে মাছ চাষের পাশাপাশি নয় বরং এক সাথেই দুটো চাষ করতে পারবেন। যারা এই পদ্বতি দেখেছেন তারা চুপ করেই আছেন কিন্তু যারা জানে নাই অথবা দেখেনাই তারা হতভম্ব হয়ে বলতেছে এটা কিভাবে করবো। হে আপনি এটা করতে পারবেন।
কিভাবে এই চাষাবাদ শুরু করবেন ঃঃ প্রথমে আপনি চারকোনা বিশিষ্ট একটি পুকুর খনন করবেন। আপনার পুকুর থাকলে সেটা ভালো। তার পর যথাযথ নিয়মে পুকুরে পানি সেচ দিয়ে অল্প টাকায় কয়েক কেজি তেলাপিয়া কিংবা বাজারের চাহিদা অনুযায়ি মাছের পোনা ছেডে দিন। এরপর আপনার করণীয় হবে, আপনি পুকুরের উপর খুটি ও কাঠ দিয়ে একটি পাটাতন তৈরি করুন এবং মুরগি পালনের উপযুক্ত বাসস্থান তৈরি করুন। এর ফলে আপনার মাছের আধার সরুপ মুরগির পায়খানা নিচে পানিতে পডে মাছের আধার হয়ে যাবে। আপনি যথাযথ মূল্য দিয়ে কয়েকশ মুরগির বাচ্চা দিয়ে আপনার মুরগি পালন শুরু করে দিন। যারফলে আপনার পারিবারিক পুষ্টিরর চাহিদাসহ আপনি এগুলো বাণিজ্যিক ভাবে বাজারজাত করতে পারবেন। তো বন্ধুরা যারা শুধু পুকুরে মাছ চাষ করছেন। তারা অতি তারা তারি পুকুরের উপর মুগির পালন শুরু করে দিন। আমার এই ব্যাবসার আইডিয়া আশা করি অনেকের সফলতার কারণ কিংবা এই পদ্বতি ব্যবহার করে অনেকেই সফলতা পেয়েছেন। মাছ এবং মুরগির চাহিদা জনগনের কাছে ব্যাপক পরিমানে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সরকারের আয়ের নীতিমালায় মাছ চাষ এক গুরুপ্তপূ ভুমিকা পালন করছেন।
দেশের বিভিন্ন এলাকয় চাষাবাদ এক উৎসবে পরিনত হয়েছে। তো গ্রাথোরবাসি সবাই ভালো থাকবেন। এই আশায় কামনা করি।

Related Posts