মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ঘরোয়া টিপস দিয়ে।

মুখে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি।

কিন্তু সেই প্রোডাক্ট আমাদের মুখের    উজ্জ্বলতা

 

কে নষ্ট করে দেয়।  মুখের মাধুর্যটাকে নষ্ট করে

 

দেয়।       তবে চিন্তার বিষয় নাই, কিছু

 

ঘরোয়া জিনিস দিয়ে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করা

 

যায়। আশা করি আপনাদের টিপস গুলো ভালো

 

লাগবে,,,,

 

১। এলোভেরা দিয়ে মুখের যত্ন নেওয়া যায়।  যদি

 

প্রতিদিন    মুখে এলোভেরা ঘষে নেয়া   যায় তবে

 

মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

 

২।  মুখে সপ্তাহে একবার যদি অলিভ অয়েল

 

এবং ক্যস্টার     অয়েল মিশে মুখে ব্যবহার করলে

 

মুখের চামড়া সোজা থাকে। অর্থাৎ মুখে বৃদ্ধভাব

 

থাকে না। তবে এটা রাতের বেলা ব্যবহার করতে

 

হবে এবং সারারাত রাখতে হবে।

 

৩। মুখে যদি মুলতানি মাটি ব্যবহার করা যায় তবে

 

মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটা সপ্তাহে দুইদিন

 

ব্যবহার করতে হবে।

 

৪। যদি মুখে ঘুমাতে যাওয়ার আগে মুখটাকে

 

ভালোভাবে পরিস্কার করে  মুখে ডেইলি ক্রিম

 

ব্যবহার করা যায় তবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি

 

পাবে।

 

৫।    মুখে মুলতানি মাটি ও চন্দন    একসঙ্গে মিশে

 

ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

 

আশা করি আমরা এই টিপস আপনাদের খুব

 

ভালো লাগবে । এসব টিপস ফলো করলে মুখের

 

মাধুর্য   বৃদ্ধি   পাবে।

 

না জেনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ

 

করুন  ।  এর পরিনতি খুব ভয়াবহ হতে পারে।না

 

জেনে আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট

 

ব্যবহার   করি যা একদম ভালো না। বিশেষ করে

 

মুখ ফর্সা করার ক্রিম মাখা বন্ধ করুন, এগুলো

 

ক্রিম ব্যবহার এর ফলে মুখের ক্যান্সার হয়ে থাকে।

তাই আমার সবাই চেষ্টা করব বাড়ির সামন্য

 

উপাদান ব্যবহার করার       ।।।।।।।

ঘরে থাকুন

সুস্থ থাকুন

Related Posts

7 Comments

মন্তব্য করুন