আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই বেশ ভালো থাকবেন। চলে আসলাম আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে। মেটা সিএফও David Wehner সংক্ষিপ্ত জীবনী এবং কিছু মোটিভেশনাল কথা (Chief Financial Officer of Facebook) আজকের আর্টিকেলে আপনাদের সাথে ডেভ ওয়েহনার (Dave Wehner) কে নিয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ Dave Wehner এর সংক্ষিপ্ত জীবনী এবং একইসাথে তার মতো একজন সফল ব্যক্তি হতে আমাদের কি কি গুন থাকতে হবে সেই নিয়ে কয়েকটি স্ট্যাটাস শুনবো।
আপনি আমি আমরা সবাই বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুকের মূল কোম্পানির নাম হচ্ছে মেটা (Meta), মেটা কোম্পানির CFO (Chief Financial Officer) হচ্ছেন ডেভ ওয়েহনার। আপনি আমি কমবেশি সবাই হয়তো তার সম্পর্কে জেনে থাকবো। তবুও চলুন সংক্ষেপে Dave Wehner এর জীবনী সম্পর্কে জানা যাক।
মেটা সিএফও Dave Wehner এর সংক্ষিপ্ত জীবনী:
ডেভ ওয়েহনার হচ্ছেন মেটা কোম্পানির একজন প্রধান আর্থিক বা অর্থ বিষয়ক কর্মকর্তা। অর্থাৎ মেটা কোম্পানিতে তিনি অর্থ বা আর্থিক সব ধরনের বিষয়ে নেতৃত্ব প্রদান করে থাকেন। ডেভ ওয়েহনার ২০১৪ সালের ১ জুন তারিখে ফেসবুকের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা শুরু করে। যদিও এর আগে ২০১১ সালের দিকে তিনি Corporate Finance and Business Planning এ ভিপি বা ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত ছিলেন।
মেটা কোম্পানি যেটি বিশ্বব্যাপী জনপ্রিয় কোম্পানি গুলোর মধ্যে একটি, সেই কোম্পানির একজন CFO হওয়াটা যতটা বলা সহজ ততটাই কঠিন একটি বিষয়। চলুন আজ আমরা Dave Wehner এর সফলতার আলোকে সফলতার মূলমন্ত্র সম্পর্কিত কয়েকটি স্ট্যাটাস শুনে নেই। আশা করছি স্ট্যাটাস গুলি আপনার ভালো লাগবে।
মেটা সিএফও David Wehner এর মত সফল হওয়ার মোটিভেশনাল স্ট্যাটাস:
১. জীবনে ব্যর্থ হতে না চাইলে ঝুঁকি গ্রহণ করার মতো সাহস রাখতে হবে। ঝুঁকি গ্রহণের সাহস না থাকলে সফলতার কথা চিন্তা করাটা বোকামি।
২. জীবনে সফলভাবে প্রতিষ্টিত হতে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটা সবথেকে জরুরি। ফলাফল যেটাই হোক, শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারলে সফলতার দেখা মিলবে।
৩. জীবনে সকল বাধা পার করে ঘুরে দাঁড়ানোর জন্য মনের জোর রাখতে হবে, মনের জোর একজন মানুষকে সফলতার দিকে এগিয়ে নিতে যায়। মনের জোর ছাড়া সফলতার কথা চিন্তা করাটা ভুল।
৪. শূন্য থেকেও নিজেকে বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যদি নিজের প্রতি সেরকম আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার মতো সাহস থাকে। এটা কোনো বিষয় না কার কি আছে আর কায় কি নেই।
৫. অহংকার একজন ব্যক্তির জীবনে কখনো সফলতা আনতে পারে না, বরং ব্যক্তিকে ধংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
৬. হেরে যাওয়াটা কখনই বোকামি নয়, কিন্তু যুদ্ধে অংশ নেওয়ার পূর্বে হেরে যাওয়ার কথা ভেবে যুদ্ধে অংশ না নেওয়া বোকামি এবং কাপুরুষতা।
৭. সফল ভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে জীবনে অনেক কিছুই বিসর্জন দিতে হয়।
৮. এক লাফে কেউ গাছে উঠতে পারে না ঠিক তেমনি, এক লাফে আপনি সফলতার উচ্চ পর্যায়ে যেতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
৯. পরিশ্রম করে যাও, সফলতা আসবেই!
১০. জীবনে অনেক গুলো অধ্যায় পার করে আপনাকে সফল হতে হবে, কোনো অধ্যায় আপনি চাইলে স্কিপ করতে পারবেন না।
আজকে আমরা ডেভ ওয়েহনার এর সম্পর্কে জানলাম, পাশাপাশি জানতে পারলাম কিছু সফলতা নিয়ে মোটিভেশনাল স্ট্যাটাস সম্পর্কে। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগল অবশ্যই শেয়ার করবেন। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts । Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/