আজকাল আমরা সকলেই অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করি।অনেকে পারি আবার অনেকে পারি ও না।একজন ভালো ফ্রিলেন্সার হতে গেলে অবশ্যই একটি পিসি,ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রয়োজন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যার কোনো ল্যাপটপ, পিসি বা ডেস্কটপ নেই। কিন্তু আমরা সকলেই ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই।আজ আশা করি এমন কেউ নেই যার একটি স্মার্টফোন নেই। তাই আমি আজ আপনাদের সাথে এমন একটি অ্যানড্রয়েড এপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সি/সি++ এর কোডিং মোবাইল দিয়ে করতে পারবেন। এপসটি আপনারা প্লেস্টোর এ পেয়ে যাবেন। এপসটির নাম হচ্ছে কোড ব্লক।প্লেস্টোর এ গিয়ে কোড ব্লক লিখে সার্চ করলে সিপিপি ড্রয়েড নামক এপসটি আপনারা ডাউনলোড করবেন। তাছাড়া উপরে প্রোফাইলে এপস এর লোগো দেওয়া হয়েছে। এটি একটি অফলাইন এপস।আপনারা ইন্টারনেট কানেকশান ছারাও এটি ইউজ করতে পারবেন। তছাড়া এই এপসটিতে কম্পাইলার ও এড করা আছে।এপসটিতে অনেক ধরনের প্রোগ্রাম টেমপ্লেট আকারে সেট করা আছে। সেখান থেকে আপনারা প্রেকটিস করতে পারবেন।এপসটি ইনষ্টল করার পর ওপেন করলে প্রথমে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন পরবে।পরে আর লাগবে না।কারন এপস এর টেমপ্লেট গুলো ডাউনলোড থাকে না।ডাউনলোড হওয়ার পর ওপেন করলে প্রথম একটি ইন্টারফেস টি আসবে।সেটিতে আপনারা কোডিং শেখার জন্য কোডিং করবেন।মনে রাখবেন সি একটি কেস সেনসেটিভ ভাষা।তাই সটিক কোডিং করতে হবে।তা না হলে কম্পাইল হবে না।ইরর মেসেজ শো করবে।কিন্তু ইরর মেসেজ শো করলেও আপনার কোডিং এ কি ভুল হয়েছে তা বলে দেবে।তাই আপনার প্রোগ্রাম কারেক্ট করা সহজ হয়ে যাবে। তাছাড়া আপনারা অ্যাপসের টেম্পলেট থেকে কোডিং প্র্যাকটিস করতে পারেন। এর জন্য ডান কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করে প্রজেক্ট সেলেক্ট করুন। সেখান থেকে এক্সাম্পল সিলেক্ট করুন। তারপর ফাইল ম্যানেজার থেকে আপনার প্রয়োজনীয় প্রোগ্রামের কোডিং নির্বাচন করুন।
আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পোস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।