মোবাইল দিয়ে ফ্রি ওয়েব সাইট তৈরি করুন খুব সহজে, ফ্রি ওয়েবসাইট/ব্লগসাইট তৈরি করুন blogger দিয়ে,ফ্রিতে ওয়েবসাইট বানান খুব সহজে

ফ্রিতে ওয়েবসাইট বানান খুব সহজে

আমরা যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চাই, তাদের জন্য নিজের আইডেন্টিটির প্রয়োজনে একটি ওয়েবসাইট তৈরি করা জরুরি। কিন্তু কোন ইনকামের আশা না করে শুধু আইডেন্টিটির জন্য টাকা খরচ করে ওয়েবসাইট বানানো যুক্তি সংগত নয়। তাই এক্ষেত্রে আমাদের কিভাবে ফ্রিতে ওয়েব সাইট তৈরি করা যায় সেদিকে  নজর দিতে হবে। আর এ কাজের জন্য আমাদের সাহায্য করতে পারে গুগলের একটি অতি জনপ্রিয় সাইট blogger.com। এটি আমাদের ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার সুযোগ দেয়।

আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের নিজেদের একটি অনলাইন ফোর্টফলিও বানিয়ে রাখতে পারি এই ব্লগার সাইটএর  সাহায্যে। গুগলের ই একটি ফ্রি প্রোডাক্ট হওয়ায় আমরা অনায়াসে সব ফ্রি রিসোর্স পেয়ে যাব এই সাইট ব্যবহার করে। একটু কম্পিউটার নলেজ থাকলেই সহজে যে কেউ একটি ফ্রি ওয়েব সাইট তৈরি করে নিতে পারবে।

আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় ডাটা/তথ্য গুলো যেমনঃ নিজের পরিচিতি মূলক তথ্য, সার্ভিস সংক্রান্ত তথ্য, অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সম্বলিত তথ্য, নিজের প্রাতিষ্ঠানিক তথ্য, নিজের সৃষ্টি/আবিষ্কার, কবিতা, গল্প, ছড়া, সাহিত্য বিষয়ক সৃষ্টি সব কিছুই এই সাইটের মাধ্যমে ফ্রি তে ফোর্টফলিও আকারে তৈরি করা  সম্ভব।

ব্লগারের কিছু ফিচার একটু জেনে নেয়া যাক। সর্ব প্রথমে গুগলের সার্স বারে  blogger.com লিখে সার্স করে এন্টার করলে যে উইন্ডো প্রদর্শিত হবে তার সব চেয়ে উপরে লেখা

Blogger.com – Create a unique and beautiful blog. It’s easy … অংশে ক্লিক করতে হবে। যে Gmail দিয়ে লগইন করা থাকবে সে Gmail এর অধীনে একটি ফ্রি ওয়েব সাইট/ব্লগসাইট তৈরি হবে। এবার তৈরি হওয়া ওয়েব সাইট এর অধীনে কি কি ফিচারড তৈরি হবে তা হলঃ

New post, Posts, Stats, Comments, Earnings, Pages, Layout, Theme, Settings, Reading List, view blog.

এই ফিচারড গুলোর বিস্তারিত জানতে চাইলে যদি আরো লেখা চান তাহলে সাথে থাকুন এবং মন্তব্য কলামে মন্তব্য করতে ভুলবেন না।

তাই আমি সাজেষ্ট করব নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গুগলের ফ্রি প্রোডাক্ট blogger.com ব্যবহার করুন। প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি লেখাটি ভালো লাগে এবং এরকম আরো লেখা দেখতে চান তাহলে আমার লেখাটি প্রচুর পরিমানে পড়ুন আর পড়া শেষে বন্ধুদের কাছে শেয়ার করে আমাকে সাপোর্ট করুন।

অগ্রীম সকলকে ধন্যবাদ।

ফ্রিতে ওয়েবসাইট তৈরি
ফ্রিতে ওয়েবসাইট বানান মোবাইল দিয়ে

কলকে ধন্যবাদ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন