অন্য ভাষার অনুবাদ জানতে আগ্রহী কিন্তু বুঝেন না, নো টেনশন! আজকের পোস্টে এমন একটি অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যেটি দ্বারা যেকোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন সহজেই । অ্যাপটি অনলাইন এবং অফলাইন দুভাবেই ইউজ করতে পারবেন। তাহলে আর দেরী না করে অ্যাপটির সম্পর্কে জানা যাক।
অ্যাপটির নাম হচ্ছে –“গুগল ট্রান্সলেট”।
অ্যাপটি প্লে-স্টোর হতে পাঁচশত মিলিয়ন এর চেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে ।
প্লে স্টোরে “Google translate” লিখে সার্চ দিলে অ্যাপটি সহজে পেয়ে যাবেন।
অ্যাপটির বৈশিষ্ট্য:
✔অফলাইন ট্রান্সলেট: এই অ্যাপ দ্বারা কোন ইন্টারনেট সংযোগ ছাড়াই 59 টি ভাষায় অনুবাদ করতে পারবেন । তবে এক্ষেত্রে অফলাইন ট্রান্সলেশন অপশনে ক্লিক করে যে ভাষাগুলো ডাউনলোড করে রাখবেন , সেগুলো অফলাইন ট্রান্সলেট সাপোর্ট করবে । যেমন কেউ অফলাইন ট্রান্সলেশন অপশনে ক্লিক করে যদি বাংলা ও ইংলিশ ভাষা ডাউনলোড করে করে রাখে তাহলে সে বাংলা হতে ইংলিশ এবং ইংলিশ হতে বাংলা ভাষায় অফলাইনে অনুবাদ করতে পারবে।
✔কপি করা টেক্সটের অনুবাদ: যেকোনো টেক্সট কপি করে গুগল ট্রান্সলেটে টেপ করে অন্য যেকোনো ভাষায় অনুবাদ করা যায়।
✔টাইপিং করা টেক্সট অনুবাদ: এই অ্যাপের সাহায্যে টাইপিং দ্বারা 103 টি ভাষায় অনুবাদ করতে পারবেন।
✔ ক্যামেরার সাহায্যে অনুবাদ: স্মার্টফোনের ক্যামেরা দ্বারা 88 টি ভাষায় টেক্সট তাত্ক্ষণিক অনুবাদ করতে পারবেন ।
✔হাত দিয়ে লিখে অনুবাদ: টাইপ করার পরিবর্তে হাত দিয়ে লিখে 95 টি ভাষায় অনুবাদ করতে পারবেন ।
✔অনুবাদ সংরক্ষন: অনুবাদ করা টেক্সট ফ্রেজবুক অপশনে সংরক্ষন করা যায় ।
✔অনুবাদ এর উচ্চারণ: যে কোনো ভাষার টেক্সট অনুবাদ ও এর উচ্চারণ করে দবি এই অ্যাপ ।
এছাড়াও অ্যাপটি ভয়েস ট্রান্সলেশন সাপোর্ট করে।
নিম্নোক্ত ভাষাগুলির মধ্যে অনুবাদ সাপোর্ট করে:
বাংলা , ইংরেজী , হিন্দি , আরবি , চীনা , জার্মান , ফ্রেঞ্চ ,তামিল , তেলেগু , ডাচ , ল্যাটিন, গ্রিক , গুজরাটি , হিব্রু, উর্দু, তুর্কিশ , সুইডিশ , পান্জাবি ,রাশিয়ান, পর্তুগীজ, ইতালিয়ান, জাপানিজ , হাঙ্গেরিয়ান, নেপালি , ডেনিস , ফিলিপিনো , আফ্রিকান, আলবেনিয়ান, আমহারিক, আর্মেনিয়ান, সার্বিয়ান সহ অনেক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এই অ্যাপ দ্বারা ।
আশাকরি অ্যাপসটি আপনাদের কাজে আসবে ।
ধন্যবাদ।