*যেভাবে আপনার নিজের একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন ও হোমপেজ সাজাবেন*

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আশা করি সবাই অনেক অনেক ভাালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই ইউটিউব সম্পর্কে ভাালোভাবেই জাানা। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে তৈরি করে ফেলুন আপনার নিজের একটি ইউটিউব চ্যানেল। ধাপগুলি নিচে আলোচনা করা হলো।

১. youtube.com–এ যান। ওপরে ডান পাশে Sign In–এ ক্লিক করে gmail দিয়ে Sign In করুন।

২. ওপরে ডান পাশের গোল চ্যানেল আইকনে ক্লিক করে My Channel–এ ক্লিক করুন। Use YouTube as… বক্স আসবে। দুই শব্দের চ্যানেল নাম হলে তা দুটি ঘরে লিখে ফেলুন। আর দুই শব্দের চ্যানেল নাম না হলে নিচের Use a business or other name–এ ক্লিক করে পছন্দমতো চ্যানেল নাম লিখে Create Channel–এ ক্লিক করে চ্যানেল তৈরি করুন।

৩. সবার ওপরে ডান পাশে Create a video or post–এ (ক্যামেরার ওপর যোগ চিহ্ন দেওয়া আইকন) ক্লিক করলে Upload video এবং Go live অপশন পাবেন। এখান থেকে ভিডিও আপলোড করুন। শিডিউল পোস্টও করতে পারেন। ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল ও প্লে লিস্ট যুক্ত করে Publish–এ ক্লিক করে ভিডিও পাবলিশ করুন।

৪. My Channel থেকে Customize Channel–এ ক্লিক করে Channel Icon এবং Channel Art যোগ করুন। Channel Trailer যোগ করুন। হোম পেজ সাজান। প্লে লিস্ট তৈরি করুন।

৫. About–এ ক্লিক করে চ্যানেল ডেসক্রিপশন, ই–মেইল, লোকেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক যোগ করুন।

৬. Status and Features–এর পাশের Verify অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে চ্যানেলটি অবশ্যই ভেরিফাই করে নিন।

৭. Channel থেকে Branding–এ ক্লিক করে চ্যানেল ব্র্যান্ডিং করুন।

৮. Video Manager থেকে End Screen & Annotation যোগ করুন। Analytics থেকে বিভিন্ন তথ্য দেখে নিতে পারেন।

ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

Related Posts

11 Comments

    1. বস, বিভিন্ন পোস্টে আপনার কমেন্টগুলো দেখেছি। আপনার অনেকগুলো পোস্ট ধারাবাহিকভাবে পড়েছিও। অন্যদেরটাও পড়ি। আমি কি আপনার কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন করতে পারি?

মন্তব্য করুন