Cheap price backlink from grathor: info@grathor.com

যে কারো কল লিস্ট নিয়ে আসুন আপনার মোবাইলে

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুষ্ঠ আছেন। আপনারা নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।

আজকাল নানান ধরণের প্রতারক চক্র বের হয়েছে আমাদের সমাজে।  নিজের অজান্তে এই সকল মানুষেরা ক্ষতি করছে অন্যদের। তাই এইসকল নানা ধরণের অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে আমাদের উচিত সময় থাকতে সচেতন হওয়া। প্রয়োজনের তাগিদে কিংবা নিজেরদের নিরাপত্তার তাগিদে আমাদের অনেক সময় অন্যের সম্পর্কে যাচাই বাছাই করতে অন্যের কল রেকর্ড সংগ্রহ করার প্রয়োজন হয়ে থাকে।কোনো ধরণের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মীকে যাচাই বাছাই করতে হলে নিরাপত্তার কারণের এইসব কাজ এর প্রয়োজন পরে থাকে।আবার কারো কারো ব্যক্তিগত সম্পর্ক রক্ষার কাজে আমাদের অন্যের সম্পর্ক যাচাই বাছাই করতে এই সকল কাজের প্রয়োজন পরে থাকে।

কিন্তু কিভাবে কারো অজান্তে তার ব্যক্তিগত কল লিস্ট কিভাবে চেক করতে হয় তা কিন্তু আমরা অনেকেই জানিনা। তাই আজ আমি আপনাদের সেই সমস্যার উপায় নিয়ে আসলাম।   আশা করি আপনাদের উপকার হবে।অন্যের ফোন এ কল লিস্ট চেক করতে হলে আপনাকে গোপনে কোন অজুহাতে তার মোবাইল ফোনটি নিতে হবে।মোবাইল ফোন নেবার পরে আপনাকে সেই এপটি তার
অন্যের মোবাইল ফোনের কল লিস্ট চেক করতে চাইলে আপনাকে নিচের বিষয়গুলো মেনে চলতে হবে। নিয়মগুলো:

১.অন্যের কল লিস্ট আপনার মোবাইলে পেতে হলে সবার আগে আপনাকে গুগল প্লে স্টোর থেকে এসএমএস বেকআপ নাম একটি এপ ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি।
লিংক :
https://play.google.com/store/apps/details?id=com.riteshsahu.SMSBackupRestore
২.তারপর আপনার মোবাইল ফোনে সেটিনং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে এডভান্স সেটিংস এ গিয়ে গোগোল এ প্রেস করবেন। সেখানে আপনাকে আপনার একটি সচল এবং চলমান জিমেইল একাউন্ট দিতে হবে।

৩.তারপর এপটি ওপেন করে সেটিংস এ সব এলেও করে অটো বেকআপ দিবেন।

৪.ফোনের সেটিংস গুলো ঠিক করে দিবেন। ফলে যার মোবাইল তার কাছে এপটি হাইড করে দিয়ে দিবেন।

৫.পরবর্তীকে আপনি আপনার সেই জিমেইলে যার মোবাইলে এপটি ইন্সটল করেছেন তা দেখতে পাবেন।

আশাকরি আজকের পোস্টটির মাধ্যমে আপনারা খুব সহজে অন্য কারো কল লিস্ট চেক করতে পারবেন নিজের মোবাইলে।সামনে আরও নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

10 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No