যে কোন লেখা আপনাকে পড়ে শুনাবে

আসসালামুয়ালাইকুম, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন. আজকে আমি আপনাদের সামনে একটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে এসেছি . কেউ যদি আপনাদেরকে পড়ে শোনায় তাহলে কার না ভালো লাগে. এমন একটি অ্যাপস নিয়ে এসেছে যা আপনাদেরকে যে কোন শব্দ বাংলা উর্দু হিন্দি যে কোন দেশের ভাষা যেকোনো ধরনের ভাষা আপনাদেরকে পড়ে শোনাবে. আপনাদের পড়তে হবে না সেজন্য বন্ধুরা আপনারা চলে যাবেন প্লে স্টোরে. প্লে স্টোর থেকে https://play.google.com/store/apps/details?id=hesoft.T2S

লিঙ্কে দেওয়া অ্যাপসটি ডাউনলোড করে নেবেন. অ্যাপসটি ডাউনলোড করার পরে পারমিশন গুলো অন করে দেবেন তারপর একটি খালি বক্স পাবেন অ্যাপসটির নিচের দিকে দেখবেন সেটিং নামে একটি অপশন আছে সেটিংস এ ক্লিক করবেন. তারপর নিচে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন আপনি যেই ভাষাটি পড়ে শুনতে চাচ্ছেন বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দি আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিবেন. আপনি যদি চান যে অফলাইনে থেকে আপনি যে কোন লেখা পড়তে পারবেন তাহলে আপনাকে আপনার ভাষা টি ডাউনলোড করে নিতে হবে আর যদি ডাউনলোড না করেন তাহলে আপনাকে ইন্টারনেট কানেকশন রাখার পরে অ্যাপসটি আপনাকে পড়ে শোনাবে অফলাইন আপনি শুনতে পারবেন না. তারপর নিচের দিকে দেখবেন. একটু নিচে দেখবেন কপি টু স্পিক নামের একটা অপশন আছে সেটাতে ক্লিক করার পর বন্ধ করা থাকবে সেটা আপনি অন করে দিবেন তারপর কিপ রানিং এ ক্লিক করে সেটা অন করে দিবেন. এখন আপনি যে কোন লেখা কপি করার সাথে সাথে ওপরে দেখবেন একটা অপশন চলে এসেছে কপি নামের সেটাতে ক্লিক করার পর আপনাকে আপনার লিখাটি পড়ে শোনাবে. যদি ভালো লাগে ট্রিক্সটি তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ

Related Posts