-যে মানুষটার কন্ঠ শুনে দিনের শুরু হতো..যে মানুষটার কন্ঠ শুনে দিনের শেষ হতো..
সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব…???
-যে মানুষটার সাথে একটু ঝগড়া হলে পাগলের কান্না করে ভালোবাসার মানুষটার কাছে ছুটে যেতো…
তাকে কি সত্যিই ভুলে যাওয়া সম্ভব..??
-সারাক্ষণ যে মানুষটার খোঁজ নিতেন..একটু অসুস্থ হলেই পাগলের মতো ছুটে যেতেন..
সেই মানুষটাকে কি সত্যিই ভুলে যাওয়া সম্ভব..???
-হঠাৎ করেই একদিন বলে দিলেন..তোমার সাথে আমার আর যোগাযোগ রাখা সম্ভব না.আগের মতো কথা বলা সম্ভব না..তুমি আমাকে ভুলে যাও..
-তখন কি একটা বার ও মনে হয় না আপনার ঐ মানুষটার মনের অবস্থা কেমন হতে পারে..
পারবে কি সে আপনাকে ছাড়া থাকতে…!!!
-যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না..পৃথিবীতে কেউ কখনো যোগ্য হয়ে জন্ম গ্রহণ করে না..তাকে যোগ্য করে নিতে হয়..
ভালোবাসার আগে আপনার মনে ছিলো না যে সে আপনার যোগ্য না??
-আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন তবে কেনো আজ তাকে যোগ্যতার দোহাই দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন..
-হাজারো বাধা বিপত্তির সময় যদি ভালোবাসার মানুষটির পাশে থাকতে না পারেন..তাহলে কেনো তাকে ভালোবেসে ছিলেন..
কেনো হাতে হাত রেখে একসাথে চলার স্বপ্ন দেখিয়ে ছিলেন..??
-সবাই বিক্রেতা না..সবাই আপনার সাথে বানিজ্য করতে আসে নি..কেউ দু চোখে কাপড় বেধে অন্ধের মতো ভালোবাসতে এসেছে..তার সাথে বানিজ্য করতে যাবেন না..হিসাব করে ব্যবসা হয়.. ভালোবাসা নয়..
-ভালোবাসা যোগ্যতা দিয়ে পাবে না..ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস.. যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে গেছে..ভাবছেন সেই মানুষটাকে ঠকিয়ে আপনি সুখী হবেন..??মুটে ও না।
-যেই মানুষ টা কখনো নিজের কথা চিন্তা করতো না সব সময় আপনার আপনার কথা ভাবতো, আপনার খেয়াল রাখতো..সেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন..
-কি ভাবছেন… তাকে কষ্ট দিয়ে আপনি সুখি হতে পারবেন??
মুটে ও না..অভিশাপ বলে একটা কথা আছে..তার প্রতিটা চোখের ফোটাই আপনার জন্য অভিশাপ হয়ে আসবে..সেটা আজ হোক বা কাল হোক..
-মনে রাখবেন সে হয়তো আপনাকে অভিশাপ দিবে না.তবে সে যতটা কষ্ট করে নিশ্বাস নিয়ে তা দীর্ঘ শ্বাস হিসাবে ছাড়বে তা ই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট..
-আপনি যদি তাকে জিঙ্গেস করেন.কেমন আছো?হাজারো কষ্ট বুকে চেপে রেখে বলবে..এইতো বেশ ভালোই আছি..
-দিন যাবে মাস যাবে হয়তো একদিন আপনাকে ও ভালো আছি কথাটা বলতে মিথ্যার আশ্রয় নিতে হবে..