রবিতে ২ দিন মেয়াদ কমিয়ে দিলো, ৪ জিবি,১৪৯ টাকার ওফারটির।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে তাদের জন্য ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই?  আসা করি ভালো আছেন।

আজকে বলতে চাচ্ছি ৪ জিবি ইন্টারনেট + ১৫০ মিনিটের সাথে ২৮ দিন মেয়াদ ১৪৯ টাকায়। কীভাবে নিবো, তার আগে বলতে চাই এই একও ওফার এর আগে পোষ্ট লেখছি আমি এবং তার মেয়াদ ছিল ৩০ দিন কিন্তু আজকে এই ওফারটি দিচ্ছে ২৮ দিন মেয়াদে।

৪ জিবি ইন্টারনেট ও ১৫০ মিনিটের সাথে নিতে আপনাকে ১৪৯ টাকা রিচার্জ করতে হবে রবি সিম এ। যার মেয়াদ পাবেন আপনি ৩০-২=২৮ দিন। প্রিপেইড এবং পোষ্টপেইড দুজন গ্রাহকদের জন্য এই ওফার। ওফারটি চলবে পরবর্তীতে নির্দেশনা না দেয়া পর্যন্ত।

আসা করি পোস্টটি ভালো লাগবে আর যদি কনো ভুল করে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। অতি তারাতা‌ড়ি সমাধান করার চেস্টা করবো।

আপনি চাইলে আমার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন, আমি আউটসোর্সিং, ইন্টারনেট ও টিপস এন্ড ট্রিকস নিয়ে বেশি লিখে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Related Posts

2 Comments

মন্তব্য করুন