রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।সকলের ঈদ শান্তিপূর্ণভাবে এবং নিরাপদ দূরুত্তে অবস্থান এর মাধ্যমে কেটেছে আশা করি।

যুগের সাথে পাল্লা দিয়ে আমাদের টেলিকমিউনিকেশন ক্ষাত এগিয়েছে বহুদূর। টেলিকমিউনিকেশন খাতে লেগেছে প্রযুক্তির ছোঁয়া এবং নতুন নতুন অফার এর কারণে মানুষ এখন সবচেয়ে বেশি আগ্রহ বাড়ছে।নানান সীম অপারেটর কোম্পানি টেলিকমিউনিকেশন খাতে এসেছে অনেক অফার। আমাদের দেশের নানান ধরণের মোবাইল অপারেট কোম্পানি রয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১.গ্রামীণফোন
২.রবি
৩.এয়ারটেল
৪.বাংলালিংক
৫.টেলিটক
দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং নানান ধরণের অফারের সুবাদে রবি গ্রাহক সেবার দিক থেলে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।অনেক সময় রবিতে বিভিন্ন অহেতুক সার্ভিস চালু হয় সেইজন্য অনেক সময় হাজার হাজার ম্যাসেজ দিনে পাওয়া যায় ম্যাসেজ বক্সে।তাই রবির সেই সকল সার্ভিস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। রবির তাই সকল সার্ভিস বন্ধের কোড নিচে দেওয়া হলো।আশা করি আপনাদের উপকার হবে।

রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড:
১.রবিতে যদি গুনগুন অফার বন্ধ করতে চান তাহলে আপনার রবি সীমে টাইপ করুন “off” তা পাঠিয়ে দিন “8466” নাম্বারে।
২.রবিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করতে চাইলে ডায়াল করুন “8999*00# নাম্বারে।
৩.রবি সীমে মিসকল এলাট বন্ধ করতে ডায়াল করুন #140*2*1*2# নাম্বারে।
৪.রবি সীমে ব্যাকআপ পেতে চাইলে ডায়াল করুন *140*2*2*6# এই নাম্বারে।
৫.রবি সীমে কল ব্লক বন্ধ করতে চাইলে ডায়াল করুন *140*2*3*6# এই নম্বরে।
৬.রবি ভয়েস টিউন বন্ধ করতে চাইলে ডায়াল করুন টাইপ করুন ” Unsub” বা “UNSUB” আর ডায়াল করুন “808088” নাম্বারে।
৭.রবি সীমে ব্লাস্ট বন্ধ করতে চাইলে টাইপ করুন “STOP” লিখে আর ডায়াল করুন 21291 নাম্বারে।
৮.রবি লোকেটর সার্ভিস বন্ধ করতে চাইলে টাইপ করুন “off” লিখে ডায়াল করুন “1818” নাম্বারে।
৯.রবি ডেইলি ওয়েব কন্টেন্ট অফ করতে টাইপ করুন “Off” এবং পাঠিয়ে দিন ” 21290 ” এই নম্বারে।
১০.রবি ব্রেকিং নিউজ এলাল্ট বন্ধ করতে ডায়াল করুন *140*8*1*2*3# নাম্বারে।
১১.রবি ফান পোটালে যোকস অফ করতে টাইপ করুন “off” লিখে পাঠিয়ে দিন 4636 এই নাম্বারে।
১২.রবি কিড যোনের এসএমএস অফ করতে টাইপ করুন “Off” লিখে পাঠিয়ে দেন “8543”
নাম্বারে।
১৩.রবিতে মুসলিফ লাইফ এসএমএস বন্ধ করতে চাইলে এসএমএস করুন “OFF” লিখে পাঠিয়ে দিন ডায়াল করুন”21279″ নাম্বারে।
১৪.রবির ইবাদত অফার বন্ধ করতে টাইপ করুন”WZ” লিখে পাঠিয়ে দিন “8378” নাম্বারে।
১৫.রবি সোরগোল সার্ভিস অফ করতে চাইলে
টাইপ করুন “Stop” লিখে পাঠিয়ে দিন “9090” নাম্বারে।
১৬.রবি ক্রিকেট ওয়াল্ডে অফ করতে চাইলে কল করুন 8274 নাম্বারে।নির্দেশনাগুলো অনুসরণ করুন।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে রবি গ্রাহকদের সুবিধা হবে।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts