রেঞ্জ কী ? ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

রেঞ্জ কী ? ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য ।

স্প্রেডশিট প্রােগ্রামে হিসাব নিকাশের কাজ করার জন্য কলাম ও সারি ব্যবহার করা হয় । প্রত্যেক টি কলাম ও সারিকে এক একটি সেল বলা হয় । নির্দিষ্ট কাজের জন্য কয়েকটি সেলকে একসাথে সিলেক্ট করে নিতে হয় । সিলেক্ট করা ঐ সম্পূর্ণ অংশকে একসাথে রেঞ্জ বলা হয় । | ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলাে

ফর্মুলা vs ফাংশন
i . ওয়ার্কশিটের বিভিন্ন সেলের |vs
i . ওয়ার্কশিটে একাধিক সেলের অ্যাড্রেস ব্যবহার করে গাণিতিক | | রেঞ্জের মাধ্যমে গাণিতিক কাজ যুক্তিমূলক বা অন্যান্য কাজের | সম্পাদন করতে ব্যবহৃত জন্য যে সমস্ত সূত্র ব্যবহৃত হয় | কাঠামােকে ফাংশন বলে । তা হচ্ছে ফর্মুলা vs ii . ফর্মলার সাহায্যে জটিল ও | vs ii . ফাংশন ব্যবহার করে জটিল ও কঠিন হিসাবের কাজ করা যায় না । | কঠিন হিসাবের কাজ করা যায় । vs iii . ফর্মুলা সংক্ষিপ্ত আকারে | vs iii . ফাংশন সংক্ষিপ্ত আকারে । লেখা যায় না । লেখা যায় । vs iv . ফর্মুলা অনেক বড় হলে টাইপ | vs iv . ফাংশন বিল্ট ইন থাকে বলে করতে বেশি সময় লাগে । কম সময় লাগে । vs .v . ফর্মুলা প্রয়ােজন অনুযায়ী |vs. v . ফাংশন পূর্ব থেকেই তৈরি করা ব্যবহারকারী তৈরি করে থাকে । থাকে । vs. vi . ফর্মুলার উদাহরণ হলাে : vs. vi . ফাংশনের উদাহরণ হলাে : = C1 + C2 + C3 + C4 + C5 . = SUM ( Cl : C5 ) ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি রেঞ্জ কী ? ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য ।
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

3 Comments

মন্তব্য করুন