শীঘ্রই আসছে – THE DAILY STATE. বিশাল জনবল নিয়োগ চলছে!

বিভিন্ন পদে জনবল প্রয়োজন। বিস্তারিত জানতে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। আপনার সিভি সহ ইমেল প্রেরণ করুন: যোগাযোগঃ [email protected] (ইমেল সাবজেক্টে আপনি যে পজিশনের জন্য আবেদন করবেন তা উল্লেখ করুন)। যদি আপনার এখনও কোনও বিভ্রান্তি থেকে থাকে তবে আমাদের সহায়তা নিন এবং হটলাইন নম্বরে (01779-507-171) কল করুন। ধন্যবাদ

দ্রষ্টব্য: – ওয়েব ডিজাইনার, এসইও বিশেষজ্ঞ, আইটি বিশেষজ্ঞ, রিসেপশনিস্ট, সংবাদপত্রের মেকআপ ম্যান। (পার্ট টাইম অথবা ফুল টাইম)

সম্পূর্ণ নতুন আঙ্গীকে শীগ্রই বাজারে আসছে-
Daily State। সারাদেশে এজেন্টসহ প্রত্যেকটি বিভাগে, জেলা উপজেলা / থানা পর্যায়ে সাংবাদিক, মার্কেটিং এক্সিকিউটিভ এবং ঢাকায় বিভিন্ন পদে লােক আবশ্যকঃ-
ক্রমিক, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা, পদের নাম, সংখ্যা নিচে দেওয়া হলো।

১। নিউজ এডিটর ০১জন
স্নাতক/স্নাতকোত্তর। কমপক্ষে ১৫-২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২। সহকারী নিউজ এডিটর ০৫ জন।
স্নাতক/স্নাতকোত্তর। কমপক্ষে ১০-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। মফস্বল সম্পাদক ০১জন
স্নাতক/শাতকোত্তর। কমপক্ষে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। সহকারী মফস্বল সম্পাদক ০৮ জন
স্নাতক/স্নাতকোত্তর। কমপক্ষে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫। এডিটিং এসিস্ট্যান্ট ১০ জন
স্নাতকোত্তর। কমপক্ষে ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬। সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট ০৫ জন
স্নতকোত্তর। কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭। সিনিয়র স্টাফ রিপোর্টার ১০ জন

৮। স্টাফ রিপোর্টার

৯। শিক্ষানবিশ রিপোর্টার

১০। বিভাগীয় স্টাফ রিপোটার। ২০ জন।
স্নাতক ও সাতকোত্তর। কমপক্ষে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১১। জেলা সংবাদ প্রতিনিধি ৬৪ জন

১২। বিভাগীয় মার্কেটিং এক্সিকিউটিভ ২১জন

১৩। জেলা মার্কেটিং এক্সিকিউটিভ ১২৮ জন

১৪। উপজেলা / থানা সংবাদ প্রতিনিধি
বিজ্ঞাপন ম্যানেজার ০১জন
বিবিএ/এমবিএ বা সমমান। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

১৫। সহকারী বিজ্ঞাপন ম্যানেজার ১০জন

১৬। মার্কেটিং এক্সিকিউটিভ (ঢাকা) ১০০ জন

১৮। সার্কুলেশন ম্যানেজার ০১জন

১৯। সহকারী সার্কুলেশন ম্যানেজার ০২জন
এইচএসসি স্নাতক। ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২০। মেকাপম্যান ০৬জন
এইচএসসি/স্নাতক। ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২১। কম্পিউটার ইঞ্জিনিয়ার ০১জন
কমপক্ষে ডিপ্লোমাধারী। ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২২। ওয়েব ডিজাইন ও ডেভেলপার ০১জন এইচএসসি/স্নাতক। ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২৩। এসইও এক্সপার্টি

২৪। গ্রাফিক্স ডিজাইনার ০২জন
এসএসসি। ভিডিও এডিটিং সহ গ্রাফিক্সের অভিজ্ঞতা থাকতে হবে।
২৫ | রিসিপশনিস্ট (মহিলা)
এইচএসসি স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
২৬। অফিস সহায়ক (পিয়ন)
এসএসসি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বিঃ দ্রঃ বেতনসহ অন্যান্য সুযােগ সুবিধা আলােচনা সাপেক্ষে। যােগাযােগঃ রহিম টাওয়ার (৩য় তলা), ২৭২/২/৩-ডি, পশ্চিম
আগারগাঁও, ঢাকা-১২০৭। ফোন – ০২-৫৫০২৪৯৯১, ৫৫০২৫২১৯-২১, ০১৭৭৯ ৪৪৪ ৭৭৭, হটলাইন- ০১৭৭৯ ৫০ ৭১ ৭১,
E-mail: [email protected], The Daily State,
twitter.com/thedailystatebd, instagram.com/thedailystate, linkedin.com/in/thedailystate

Related Posts