অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস

বাংলাদেশের অফিস সহায়ক পদটি সাধারনত ১৯-২০ গ্রেডে হয়ে থাকে। এ সব গ্রেডে অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন খুব সহজভাবে করা হয়ে থাকে। বাংলা,ইংরেজি,সাধারন গনিত ও সাধারন জ্ঞান এ বিষয়গুলো প্রশ্ন করা হযে থাকে। তবে এসব পদের জন্য অনেক প্রতিযোগী হয়ে থাকে। প্রচুর চাকরির প্রত্যাশী এই প্রতিযোগীতায় অংশ নেয়। এবস পদে চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া দরকার। নয়তো আপনি টিকতে পারবেন না। তাই আপনারা যারা অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের অবশ্যই চুড়ান্ত প্রস্তুতি থাকা প্রয়োজন। মূলত সকল বিভাগের জন্য অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন একি ধরনের হয়ে থাকে।

প্রিয়,চাকরিপ্রার্থী বন্ধুরা,আশা করি ভালো আছেন। আজকে আমি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস এর সকল চুড়ান্ত সাজেশন নিয়ে হাজির হলাম। আজকে বাংলা,ইংরেজি,গনিত ও সাধারনজ্ঞানের যাবতীয় প্রশ্ন আসে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই পোষ্ট আপনাদের অনেক উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে অফিস সহায়ক পরীক্ষার সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক।

অফিস সহায়ক নিয়োগ গাইড

যদিও এই পোষ্টে অফিস সহায়ক পদের জন্য লিখতে বসলাম তার আগে শুরুতে একটি পরামর্শ দিই,আপনারা লাইব্রেরি থেকে বিভিন্ন প্রকাশনীর বই বাজার থেকে কিনে নিতে পারেন। বাজারে বিভিন্ন বই পাওয়া যায় তাদের মধ্যে একটি বই সাজেষ্ট করবো সেটা হচ্ছে “প্রফেসরস প্রকাশনীর বই”। চাকরির বাজারের এই বইটি আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। চাকরি প্রস্তুতির বেসিক শক্ত করার জন্য প্রফেসরস এর বিষয় ভিত্তিক ভালো ভালো বই বাজারে পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য বইগুলো খুব খারাপ সেটা বলবো না,সেগুলোও ভাল। একটি বিষয় মনে রাখবেন,কনো বই আপনাকে ১০০% পাশের গ্যারান্টি দেবে না। এসব পদের জন্য মূলত শিক্ষাগত যোগ্যতা অষ্টম/এসএসসি পাশ চওয়া হলেও  অধিকাংশ আবেদনকারীর শিক্ষা গত যোগ্যতা অনার্স! কখনো কখনো মাস্টার্স। তো ব্যাপারটা অবশ্যই বুঝতে পারছেন নিশ্চই,নিজেকে প্রস্তুত করা কতটা জরুরি।

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস

আজকে আমি ডিসি অফিসের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ও পরীক্ষায় যাবতীয় তথ্য তুলে ধরবো। এই পোষ্টের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আপনাকে ধারনা দেওয়া। এ প্রশ্নগুলো ১০০% কমন পড়বে তার নিশ্চয়তা নেই। আপনি যদি অফিস সহায়ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আগে লিখিত পরীক্ষার প্রস্তুতি নতে হবে না হলে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল পাবেন না। তার জন্য আপনাকে বিগত পুরনো অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার বিভিন্ন বিভাগে প্রশ্নপত্র দেখতে হবে। খেয়াল রাখতে হবে সেগুলোতে কি কি পরীক্ষার প্রশ্ন এসেছে,প্রশ্নের ধরন,কত নম্বরের পরীক্ষা সবকিছু জেনে নিতে হবে। আশা করি এই  পোষ্ট আপনার অনেক উপকারে আসবে।

বিষয়: বাং লা ২০

অফিস সহায়ক সকল নিয়োগ পরীক্ষায় বাংলা ২০ নম্বরের হয়ে থাকে। চলুন সে কি কি বিষয় হতে পরীক্ষা আসবে জেনে নিই।

বাংলা ব্যাকরন

  • সন্ধি
  • বিপরীত শব্দ
  • সমাস
  • অনুবাদ
  • এক কথায় প্রকাশ
  • বানান শুদ্ধকরণ
  • বাগধারা
  • পদ,পারিভাষিক শব্দ,
  • সমার্থক শব্দ
  • ভাব-সম্প্রসারন
  • পত্র
  • কারক
  • দরখাস্ত
  • সংক্ষিপ্ত রচনা

                                   কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি ২০২৪

বাংলা সাহিত্য

  • কবিতা ও কবির নাম
  • মুক্তিযুক্ত ও ভাষা আন্দোলন ভিত্তিক–
  • জন্ম ও মৃত্যু তারিখ
  • বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক
  • উপন্যাসের নাম ও লেখক
  • পুরষ্কারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম
  • বাংলা সাহিত্যের প্রথম নাটক, উপন্যাস, কবিতা, মহাকাব্য
  • ছদ্ম নাম ও উপাধি
  • গানের গীতিকার ও সুরকার

বিষয় : ইংরেজি ২০

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় ইংরেজি এই ২০ নাম্বার পাওয়া অত্যান্ত গুরুত্বপূর্ন। চাকরি পাওয়ার জন্য ইংরেজি অন্যতম কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইংরেজিতে ভালো ফলাফল পাওয়া জরুরি। আজকে আমি ইংরেজি ২০ নাম্বারের পরীক্ষায় কোন কোন বিষয় থেকে আসবে তার একটি ধারনা দেবো। আশা করি সে বিষয়গুলো ভালোভাবে পড়াশুনা করলে চাকরিতে ভালো করার সম্ভাবনা বেশি। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

  • Idioms and Phrases ( ইংরেজি বাক্য গঠন )
  • Preposition
  • Synonym, Antonym
  • Vocabulary ( ইংরেজি থেকে বাংলা)
  • Voice
  • Correction (শব্দ অথবা বাক্য)
  • Narration
  • Translation ( ইংরেজি থেকে বাংলা অথবা বাঙলা থেকে ইংরেজি)
  • Transformations
  • Abbreviation, Analog
  • Fill in the gaps (শুন্যস্থান পূরন)
  • Paragraph (Only Written)

বিষয় : সাধারন গনিত ২০

চাকরি পাওয়ার জন্য ইংরেজির মত সাধারন গনিতও খুব গুরুত্বপূর্ন। অধিকাংশ চাকরিপ্রাথী গনিত পরীক্ষায় ভালো ফলাফল না পাওয়ার কারনে তারা চাকরি পায় না। গনিতে ভালো ফল পেতে হলে কিছু বিষয় জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক।

পাটিগণিত

  • শতকরা, লাভ-ক্ষতি, ঐকিক নিয়ম,সরল ও সুদ-কষা
  • ক্ষেত্রফল বিষয়ক,অনুপাত-সমানুপাত
  • গড়, চৌবাচ্চা ও স্রোত বিষয়ক

বীজগণিত

  • উৎপাদক ও মান নির্নয়
  • ল.সা.গু, গ.সা.গু

জ্যামিতি

  • রম্বস, ট্রাপিজিয়াম
  • বিভিন্ন প্রকার কোণ
  • আয়ত, বর্গ
  • ত্রিভুজ

বিষয় : সাধারন জ্ঞান ১০

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায়  সাধারন জ্ঞান  ২০ নম্বরের হয়ে থাকে। সাধারনত সাম্প্রতিক চলমান বিষয়ের উপর প্রশ্ন বেশি এস থাকে। তাই যারা অফিস সহায়ক পরীক্ষায় অংশগ্রহন করতে চাচ্ছেন তাদের সাম্প্রতিক বিষয়াবলী জানা খুব জরুরি। ২ টি বিষয়ের উপর প্রশ্ন এসে থাকে।

১. বাংলাদেশ

২. আন্তজার্তিক

বাংলাদেশ

বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষায় আসতে পারে। যেমন- বাংলাদেশের সীমানা,সীমান্তবর্তী স্থান,  আয়তন, পতাকা, জাতীয় প্রতীক,সংবিধান, সাংবিধানিক পদ,গুরুত্বপূর্ণ জেলাসমূহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ,প্রাচীন ও ভৌগোলিক নাম নদ-নদীর নাম, সংযোগস্থল, প্রবেশস্থল,সমুদ্রসীমা, সমুদ্রসৈকত,জাতিসংঘের কততম সদস্য,সাম্প্রতিক ঘটনা গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও স্থাপনার এবং স্থপতির নাম,বাংলাদেশের উপজাতি ও তাদের বসবাস প্রাচীন জনপদ,বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা বিখ্যাত স্থান,অর্থনৈতিক সমীক্ষা, মাথাপিছু আয়, বাজেট,উল্লেখযোগ্য অর্জন খেলাধুলা (ক্রিকেট, ফুটবল,অন্যান্য),গুরুত্বপূর্ণ চুক্তি,বিভিন্ন আবিস্কার।

আন্তজার্তিক

বিশ্বের ক্ষুদ্র ও বড় দেশ, পর্বতমালা, হ্রদ-খাল, প্রণালী বিখ্যাত সীমারেখা,প্রধানমন্ত্রীর নাম,জলবায়ু পরিবর্তন,বিশ্বের দেশসমূহের আইনসভা, মুদ্রা, রাজধানী, বন্দরসমূহ,নদী, সাগর-মহাসাগর, পর্বতমালা, হ্রদ-খাল,জাতিসংঘ ও এর অঙ্গসংস্থানের সদর দপ্তর ও সদস্য,রাশিয়া -ইউক্রেন যুদ্ধ,নোবেল পুরষ্কার তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার সার্কভুক্ত দেশ জনক, আন্তর্জাতিক  উল্লেখযোগ্য ঘটনা, উপাধি,সম্মাননা, পুরষ্কার খেলাধুলা,মানবাধিকার ইত্যাদি।

সাম্প্রতিক গুরুত্বপূর্ন বিষয়াবলী

নিচের দেওয়া বিষয়গুলোর উপর যে কনো পরীক্ষায় আসবে। তাই এই বিষয়গুলোর উপর ভালোভাবে পড়াশুনা করে জেনে নিতে হবে। যেমন-

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
  • জাতীয় মহিলা ফুটবল দল
  • পদ্মা সেতু
  • মেট্রোরেল প্রকল্প
  • নির্বাচন
  • মুজিব শতবর্ষ
  • কর্নফুলী টানেল
  • নোবেল পুরষ্কার

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস

বিভিন্ন  বিভাগের বিগত পরীক্ষার প্রশ্নগুলোর সরাসরি লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা লিংকে ক্লকি করে দেখে নিতে পারেন। অফিস সহায়ক পদের ২০২২ লিখিত পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর  তুলে ধরা হল।

বাংলা ব্যাকরন

১.এক কথা প্রকাশ

ক) কণ্ঠ পর্যন্ত- আকণ্ঠ
খ) যা বালকের মধ্যেই সুলভ- বালকসুলভ
গ) উভয় হাত সমানতালে চলে যার- সব্যসাচী
ঘ) নিন্দা করার ইচ্ছা- নিন্দনীয়
ঙ) যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব

২.বাগধারা

ক) অকুল পাথার- সীমাহীন বিপদ
খ) চিনির পুতুল- কর্মবিমুখ
গ) তামার বিষ- অর্থের কুপ্রভাব
ঘ) রাবণের চিতা- চির অশান্তি
ঙ) সাক্ষী গোপাল- নিষ্ক্রিয় দর্শক

৩.  বিপরীত শব্দ

ক) প্রায়শ- কদাচিৎ
খ) সঞ্চয়- অপচয়
গ) আশা- নিরাশা
ঘ) উৎকর্ষ- অপকর্ষ
ঙ) যুক্ত- বিযুক্ত

৪. সন্ধি

ক) ষষ্ঠ- ষষ্ + থ
খ) সঞ্চয়- সম্+ চয়
গ) শীতার্ত- শীত+ ঋত
ঘ) বনৌষধি- বন+ ঔষধি
ঙ) নায়ক- নৈ+ অক

বাংলা সাধারন জ্ঞান ও সাহিত্য

ক) বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি?

খ) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?

গ) বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের?

ঘ)  ঐতিহাসিক ছয় দফা কে পেশ করেন?

ঙ) বঙ্গবন্ধুর মাতার নাম কী?

চ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ছ) বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

জ)  বাংলাদেশের কোন নাগরিক সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন ?

ঝ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে সকল স্থানে প্রচার হয়েছিল?

ঞ) আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ-?

ইংরেজি

Fill in the blanks:

i) He bought___ umbrella.

ii) ___ Padma is a big river.

iii) Sunday is___ first day of the week.

iv) Open ___ page fifty.

v) The sun rises ___ the east.

Translate in English:

i) তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে।

ii) তিনি সৎ লোক ছিলেন।

iii) তিনি গতকাল এসেছেন।

iv) সমবায় অধিদপ্তর ঢাকার আগারগায় অবস্থিত।

v) তিনি একজন পণ্ডিত ব্যক্তি।

Make sentence with the following words:

i) Cooperatives

ii) Sundarban

iii) Liberation

iv) Development

v) Out and out

Write Five Sentences on “Bangabandhu”

গনিত

১. একটি কলম ২৭০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?

২. ২ ব্যক্তি একত্রে একটি কাজ করে ৮ দিনে। প্রথম ব্যক্তি কাজটি ১২ দিনে করতে পারে। দিত্বীয় ব্যক্তি একাকী কাজটি কতদিনে করতে পারবে?

৩.  ১০০ জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রের গড় নম্বর ৭৫ হলে ছাত্রীদের গড় নম্বর কত?

৪. ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে সুদের হার কত?

৫.যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলা হয়?

সাধারন জ্ঞান

১. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

২. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয় ?

৩. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?

৪. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?

৫.  ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?

৬. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?

৭. ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?

৮.  ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?

৯. পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়

১০. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?

আশা করি একটা ধারনা পেয়ে গেছেন। নিচে অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন লিংক দেয়া হল।

DCPGR পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় প্রশ্ন 

পঞ্চগড় জেলা প্রশাস‌ক কার্যালয় পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

মৌলভীবাজার [DC Office] অফিস সহকারী নিয়োগ প্রশ্ন-সমাধান 

আজকে এই পর্যন্ত। আশাকরি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

4 Comments

মন্তব্য করুন