Cheap price backlink from grathor: info@grathor.com

সত্যিকারের ভালোবাসার অনুভূতিটা কেমন?

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর।মন থেকে জোড় করে কাওকে ভালোবাসা যায় না।ভালোবাসার মধ্যে নেই কোন স্বার্থ।যারা একজন আরেকজনকে ভালোবাসে তারা একে অপরের প্রকৃত বন্ধু।

কিন্তু এই ভালোবাসা সবার কপালে আসে না।আবার সবার কপালে ভালোবাসা আসলে তা সবার কপালে টিকে থাকে না।পরস্পরের প্রতি ভুল বুঝাবুঝি থেকেই অনেকের প্রকৃত ভালোবাসা সমাপ্তি ঘটে যায়।

প্রকৃত ভালোবাসা হলো একজন অপরজনের সুখে দুঃখে সমান অংশিধার হওয়া।অপরের বিপদ আপদে নিজে ঝুঁকি নেওয়া।অপরের খেয়াল-খুশি,সুযোগ-সুবিধার জন্য নিজে কষ্ট করা।এগুলোই হচ্ছে প্রকৃত ভালোবাসা।এই প্রকৃত ভালোবাসা যাদের কপালে আসে তারা সত্যিকার অর্থে সৌভাগ্যর অধিকারী।

ভালোবাসা যেকোনো কিছু হতে পারে।বন্ধুত্বের সাথে বন্ধুতের ভালোবাসা,সহধর্মিণীর সাথে ভালোবাসা,মায়ের প্রতি ভালোবাসা,ভাই বোনের ভালোবাসা,আত্নীয়স্বজনের প্রতি ভালোবাসা।এই ভালোবাসা আবার অপরিচিত কাওর জন্য ও জন্মায়।

ভালোবাসা আর ভালোলাগা আবার একজিনিস না।অনেকেই ভালো লাগতে পারে,তাই বলে এই না যে সবাই আপনার প্রছন্দের ভালোবাসার মানুষটি হতে পারবে।তবে ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়।এটা একদিকে ও হতে পারে কয়েকবছরে ও হতে পারে।

অনেকের ক্ষেত্রে একটা ভালোবাসা নষ্ট হলে জীবনটা ও শেষ হয়ে যায়।প্রছন্দের মানুষটাকে না পেলে নিজেকে ক্ষতি করতে থাকে।আবার অনেকে তো পাগল ও হয়ে যায়।একজন মানুষ আরেকজনকে তখুনি ভালোবাসবে যখন তার কথাগুলো সবসময় মনে পরবে।

আবার অনেক মানুষের ক্ষেত্রে ভালোবাসার মানুষটি ছেরে চলে যায়।তাই এইজন্য নিজেকে বির্সজন দেওয়া উচিৎ না।হতে পারে আপনি তাকে আর ভুলতে পারবেন না।কিন্তু নিজেকে তো অবশ্যই সামলাতে পারবেন।কারণ সে আপনাকে ছারা ভালো থাকতে পারলে আপনি কেন পারবেন না।

একটা কথা মনে রাখবেন ভুল মানুষটিকে জীবন ছেরে চলে যেতে হয়,সঠিক মানুষটি আশার জন্য।আর ভালোবাসার ব্যর্থাটা কতটুক সেটা শুধো সেই মানুষটি বুঝতে পারবে যার জীবন থেকে ভালোবাসার মানুষটি চলে গিয়েছে।অন্যদের কাছে তা হেসে উড়িয়ে দেওয়া ছারা আর কিছুই হবে না।

তাই সবার ভালোবাসা যেন পূর্নতা পায়।নিজের ভালোবাসার মানুষটির সাথে কাটাতে পারে জীবনের শেষ সময়টুকু প্রর্যন্ত।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।

 

 

 

 

 

Related Posts

10 Comments

  1. দেখে আসুন হোয়াটএপ এর এন্ড টু এন্ড এনক্রিপশন কি ?
    https://grathor.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%8f%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%a8/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No