আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন । বরাবরের মত আজকেও আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । আজকের টিউটোরিয়াল মূলত উইন্ডোজ এবং ল্যাপটপ এর জন্য ।
বিশেষ করে যারা মেমোরি লোড দেন তাদের জন্য এই পোস্ট অনেক উপকারী হবে । অনেক আগে থেকেই একটা সিস্টেম চলে আসতেছে দোকানে দোকানে গিয়ে মুভি মেমোরি লোড দেয়া , সহ আরো অনেক কিছু লোড দেয়া ।
বর্তমান সময়ে তা অনেকটাই কমে গেছে কিন্তু একেবারেই কমে যায় নাই । এখনো অনেক মানুষ মেমোরি লোড করে তাদের জীবিকা নির্বাহ করছে , আপনি যেখান থেকে এই পোস্ট করছেন সেখানে এখনও এই কাজ চলে কিনা সেটা আমি জানিনা , কিন্তু আমাদের এখানে এই কাজটি এখনো ভালোভাবে চলছে এবং অনেক মানুষ এই পেশা থেকে তাদের জীবিকা নির্বাহ করছে ।
আবার বিভিন্ন সময় দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ফাইল কম্পিউটার বা ল্যাপটপ এর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয় । এর জন্য যদিও কম্পিউটার বা ল্যাপটপে কপি পেস্ট করার অপশনটি থাকে , কিন্তু সেটি দেখতে একেবারে ভাল লাগেনা তাই অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকে ।
আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল সহজে এবং দ্রুত গতিতে ট্রান্সফার করতে চান , তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের যে , কপি পেস্ট করার অপশন থাকে সেটা দিয়ে আপনি দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাকে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে । তবে আমি আপনাদের জন্য বেস্ট কিছু কপি পেস্ট করার সফটওয়্যার শেয়ার করব , আপনি সেখান থেকে যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিতে পারেন । যদিও বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি ইন্টারনেটে সার্চ পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে সব থেকে ভালো মানের কিছু সফটওয়্যার আপনাদের জন্য থাকছে । আপনি সেগুলো যে কোন একটি ব্যবহার করতে পারেন ।
কয়েক বছর আগে একটি সফটওয়্যার ছিল কপি পেস্ট করার সবথেকে ভালো মানের সফটওয়্যার সুপার কপিয়ার 2 কিন্তু বর্তমানে সেটা ইন্টারনেটের নেই যার কারণে আপনি এখান থেকে যেকোন একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন ।
আমি সর্বপ্রথম আপনাদের জন্য যে সফটওয়্যারটি হাজির করেছে সেটি হচ্ছে – Copy Handler ।
এ সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে ইউআরএল দিয়ে দিচ্ছি এটা কপি করে পেস্ট করে দিন তাহলে ডাউনলোড হয়ে যাবে । https://filehippo.com/download_copyhandler/
এটি one of the best TeraCopy alternative এটার সাহায্যে আপনি খুব দ্রুত যেকোন ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন ।
দ্বিতীয় পর্যায়ে আমি আপনাদের জন্য যে সফটওয়্যারটি নিয়ে হাজির হয়েছে সেটার নাম হচ্ছে – Ultra Copier । আপনি যদি এই সফটওয়্যারটি ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার এর কপি পেস্টের গতি আগের থেকে অনেকটাই বেড়ে যাবে । সফটওয়্যারটি ডাউনলোড ইউআরএল এখান থেকে কপি করে নিন — – –
https://www.softpedia.com/get/System/File-Management/Ultracopier.shtml
তাহলে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিয ।