সাফল্য পেতে হলে এই কথাটা বলতে শিখুন।

আমরা তো সবাই সাফল্য পেতে চাই জীবনে।কিন্তু সফল হওয়ার যেই কাজ গুলো করতে হই তা হয় জানি না না হয় করি না তার ফলে আমরা সাফল্য হতে পারি না জীবনে।তাই বিশ্বে মাএ ১ পার্সেন্ট লোক সফলতা পাই।আমি এই সম্পর্কে অনেক গুলো লেখা দিয়েছি।তবে আজকে আপনাদেরকে বলবো এমন একটা টিপ্স যেই টা সাফল্য পেতে হলে অবশ্যই আপনাকে মানতে হবে।এবং এই উপায় টি সফল বেক্তিরা সব সময় বলে থাকে।তো আর দেরি না করে চলুন উপায় টি জেনে নেই।

বিশ্বে যারা এই প্রযন্ত সফলতা পেয়েছেন সেই বেক্তিগুলো অনেক যায়গায় গিয়ে তাদের সফলতার কাহিনি বলেছেন।এবং তারা সবাই একটা বিষয়ের উপর অনেক জোড় দিয়েছেন সেই টা হচ্ছে সাফল্য পেতে হলে অবশ্যই আপনাদেরকে না বলা শিখতে হবে।ধরুন আপনি কোনো দরকারি কাজ করছেন কখন আপনাকে আপনার বন্ধু খেলা বা আড্ডা করার জন্য আপনাকে কল দিয়েছে।তখন আপনার বন্ধু রাগ করবে এই টা ভেবে আপনি তাদের সাথে চলে গিছেন এতে আপনার যেই প্রয়োজনিয় কাজ টা আছে সেইটা আর করতে পারলেন না।তাহলে তো আপনার বন্ধুকে আপনি খুশি করতে পারলেন কিন্তু আপনার নিজের তো কোনো লাভ হলো না।তাই সফল বেক্তিরা বলেন না বলতে শিখুন।যদি আপনি সবাই কে সময় দেন,তাহলে আপনি নিজের কাজ শেষ করতে পারবেন না।তাই যদি কেও আপনার উপরে রাগও করে থাকে তারপরও তাকে না বলতে শিখুন।তাতে যদি সে আপনার সাথে সম্পর্ক না রাখতে চাই তাহলে রাখবেন না।কারন আপনার একার পক্ষে সবার সাথে সম্পর্ক রাখা সম্ভব না।আর যদি কেও আপনাকে যদি কেও সবথেকে বেশি বুজে তাহলে সেটা হলো আপনাই নিজেই।

তাই অবশ্যই আপনি সময়কে মূল্য না দেন তাহলে মানুষ আপনাকে মূল্য দিবে না।আর জীবনে অনেক বন্ধু আসবে আর যাবে কিন্তু আপনার সময় কখনো আর ফিরে আসবে না।তাই না বলতে শিখাটা সফলতার একটা বিশেষ টিপ্স ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন