সামাজিক যােগাযােগে আইসিটির ভূমিকা

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনাদের কে আজ এই পোষ্টের মাধ্যমে আপনাদের কে জানাবো যে সামাজিক যোগাযোগের আইসিটির ভূমিকা কতটুকু

সামাজিক যােগাযােগ বলতে কী বােঝ ? সামাজিক যােগাযােগে আইসিটির ভূমিকা ব্যাখ্যা কর । সমাজে চলা ফেরা ও সভ্যতার বিকাশের জন্য মানুষে মানুষে যে যােগাযােগ গড়ে ওঠে তাকে সামাজিক যােগাযােগ বলে । কিন্তু বর্তমানে সামাজিক যােগাযােগ বলতে ভার্চুয়াল যােগাযােগ ও নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বােঝায় । অর্থাৎ ইন্টারনেট এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহার করে মানুষের পারস্পরিক যােগাযােগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি , বিনিময় কিংবা আদান – প্রদান করা হয় তাই সামাজিক যােগাযােগের অন্তর্ভুক্ত । বর্তমানে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিকাশের ফলে এই যােগাযােগ হয়ে পড়েছে সহজ , সাশ্রয়ী এবং নিরাপদ । বর্তমানে ইন্টারনেটের ব্যবহার , ই – মেইল , মােবাইল ফোন ও মেসেজিং সিস্টেম , ব্লগিং , ফেসবুক ও টুইটার ব্যবহার করে আইসিটি ভিত্তিক সামাজিক যােগাযােগ অনেকাংশে সহজ হয়ে গেছে । এখন | ইন্টারনেট সামাজিক যােগাযােগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত | হচ্ছে । ইন্টারনেটের কল্যাণে মানুষ এখন ফেসবুক বা টুইটারের | সাহায্যে বিশাল সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলছে । বাস্তব জীবনে কার ও কোনাে বন্ধ না থাকলে ও এই সামাজিক যােগাযােগের মাধ্যম গুলােতে একজন ব্যক্তির অনেক বন্ধু থাকতে পারে । ফেসবুক বা টুইটারের মাধ্যমে সারা পৃথিবীর যেকোনাে স্থানে অবস্থানরত প্রিয়জন বা বন্ধু – বান্ধবের সাথে মুহুর্তের মধ্যেই তথ্য আদান – প্রদান । করতে পারছে । এ মাধ্যমগুলােতে মানুষ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে এবং উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারছে ।
যা ইচ্ছে তাই করতে পারছে এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে মজা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি অনেক এগিয়ে দিয়েছে আমাদেরকে লাইফটা কে

সবার সাথে যোগাযোগ করতে পারছি মজা হাসি কান্না দুঃখ সব কিছুই আমরা শেয়ার করতে পারছি বন্ধু-বান্ধবের সাথে আইসিটি আমাদেরকে জীবন টা বদলে দিয়েছে পুরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটির গুরুত্ব শেষ নেই
সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বিভিন্ন বিনোদন নাটক গান অনেক কিছু দেখতে পারি শুধুমাত্র আইসিটি কারণে
সামাজিক যোগাযোগের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে মানুষ যোগাযোগ করতে পারছে আজ এই যোগাযোগ করতে পারার একমাত্র কারণ হল আইসিটি জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আইসিটি গুরুত্বপূর্ণ

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts