সাল ও তারিখ অনুযায়ী বার বের করার টেকনিক

আসসালামুয়ালাইকুম ভাইয়েরা
আশা করি আপনারা সকলেই অনেক ভাল আছেন। আজকে কথা বলবো সাল ও তারিখ অনুযায়ী বার বের করার কৌশল নিয়ে । আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে অমুক সালের তারিখ কি বার ছিল । তাহলে আমরা সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার খোঁজা শুরু করি । কেউ আবার বলে থাকি এটা কিভাবে বের করা সম্ভব। হ্যাঁ ভাই এটা আসলেই বের করা সম্ভব এমনকি কোন ক্যালকুলেটর বা ক্যালেন্ডার ছাড়া । আজকে আমি আপনাদের সামনে এমন একটা টেকনিক নিয়ে আলোচনা করব যেটা আয়ত্ত্ব করতে পারলেই আপনি সাল এবং তারিখ অনুযায়ী সহজেই দিনটি কি বার ছিল ওইটা বের করতে পারবেন ।

চলুন শুরু করি..

আমি এই কৌশলটা আপনাদের জানানোর জন্য প্রথমে কিছু সূত্র এবং পরে উদাহরণসহ নিচে লিখে দিচ্ছি ।

“বার” বের করার কৌশল :-
★★★★বার কোডঃ
শনিবার =১, রবিবার =২, সোমবার =৩, মঙ্গলবার=৪, বুধবার=৫ , বৃহস্পতিবার=৬, শুক্র= ০
সুত্র = (A+B+C) ÷ 7
A=সালটির শেষের দুই ডিজিট
B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।
C=যে দিন বের করবেন সেদিন পর্যন্ত
অই বছরে মোট যত দিন
উদাহরণ : ২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো❔
➡সমাধানঃ
এখন,,,
A = ১৬
B = ৪ ( ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২)
★উল্লেখ্য যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো সেগুলো ধরতে হবে। ২০১৬ কেও ধরা যাবেনা।
C= ( ৩১+২৯+৩১+১৬) = ১০৭
সুতরাং ( ১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭
যার ভাগশেষ ১।
অতএব দিনটি ছিলো শনিবার ।

আপনি এইভাবে অন্য সাল দিয়ে ট্রাই করতে পারেন । সবগুলার ক্ষেত্রে কি আনসার আসবে এমনকি সঠিক আনসার আসবে।

অনেক সুন্দর একটা কৌশল বন্ধুরা । আশা করছি এই টেকনিকটা অনেকের অনেক কাজে লাগবে । বিশেষ করে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাদের প্রায়ই এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে । আবার অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এইরকম প্রশ্ন দিয়ে থাকে । সুতরাং আপনারা যদি এইটা কিন্তু ভালো করে আয়ত্ত করে ফেলেন তাহলে সহজেই পরীক্ষায় হোক বা চাকরি পরীক্ষায় হোক যেকোনো পরীক্ষায় আপনি সহজেই এনসার করতে পারবেন ।

আপনাদেরকে অনেকেই অনেকভাবে এই বার বের করার কৌশল শেখাবে । কারো টা অনেক বড় ,আবার কারো টা অনেক কঠিন , আবার অনেকের তা আপনি বুঝতেই পারবেন না । কিন্তু আজকের কৌশলটা অনেক সহজ ।

আশা করছি সকলেই বুঝতে পারছেন । আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন । অন্য দিন দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।

Related Posts