সিদ্ধান্ত নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।

আমাদের মানব জীবন বড়ই বিচিত্র। এই জীবনে আমাদেরকে নানান ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।সেই চ্যালেঞ্জ কখনো আমরা ভালোভাবে পার করতে পারি আবার কখনো বা হিমশিম খেতে হয়। আমাদের জীবনের নানান ক্ষেত্রে, নানান ধরণের প্রয়োজনীয় কাজে কিংবা পারিবারিক কাজে কিংবা সামাজিক কাজের আমাদের সিদ্ধান্ত নিতে হয়।সেই সিদ্ধান্ত হতে পারে কঠিন কিংবা হতে পারে সহজ।কিন্তু যখন জীবন মরনের সন্দিক্ষণে এসে সিদ্ধান্ত নিতে হয় তখন আর কোন কিছু মাথায় থাকে না।

যেকোনো প্রয়োজনে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।আপনি আপনার সিদ্ধান্তে হয়ত সকলকে খুশি করতে নাও পারেন কিন্তু তাই বলে সিদ্ধান্ত নেওয়া থেকে পিছ পা হবেন না।মনে রাখবেন আপনার সাফল্যে এরাই ভাগিদার হবে যারা কোন এক সময় আপনার নেওয়া সিদ্ধান্তের বিরধিতা করেছেন।। সিদ্ধান্ত নিয়ে অনেক কথা,অনেক ধরণের উক্তি প্রচলিত রয়েছে।নিচে সিদ্ধান্ত নিয়ে উক্তি সমূহ তুলে ধরা হলঃ

১.উক্তিঃ
“ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের একটি অংশ
কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের জন্য অন্যকে দোষারুপ করা অপরিপক্কতার পরিচয়”।
-ড্যামেলিয়াম

২.উক্তিঃ
” সমস্যাকে দেখে ভয় পেও না
সমস্যা আছে বলেই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে”।

৩.উক্তিঃ
“সিদ্ধান্তের ভয়ে যারা পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনো আসে না”।

৪.উক্তিঃ
“যদি তুমি খারাপ পরিস্থিতিতে থেকেও সিদ্ধান্ত নিতে পারো
তবে তুমি জিতে গেছ”।

৫.উক্তিঃ
“যদি তুমি নিজের সিদ্ধান্ত না নাও
তাহলে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নিবে”।

৬.উক্তিঃ
“নিজের সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ প্রকাশ কর না
কারণ তুমি জানবে তুমি কি পারবে”।

৭.উক্তিঃ
” কিছু মানুষ সফলতার স্বপ্ন দেখে
কিছু মানুষ সফল হতে সিদ্ধান্ত গ্রহণ করে”।

৮.উক্তিঃ
“সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র আল্লাহপাকের।
মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় সে মানুষ”।

৯.উক্তিঃ
“ভুল করা কঠিন নয়
কিন্তু সিদ্ধান্ত নিয়ে তা পূরণ করা কঠিন”।

১০.উক্তিঃ
“সিদ্ধান্তে অটল থাকো
জয় হবেই একদিন”।

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।

মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

14 Comments

মন্তব্য করুন