আজ আমি দেখাব সিপ্যানেলের মাধ্যমে ম্যানুয়ালি কিভাবে ওয়ার্ড প্রেস ইনস্টলেশন করতে হয়।
এরজন্য সর্বপ্রথম এ আমরা ওয়ার্ড প্রেস cms এর অফিসিয়াল ওয়েবসাইট wordpress.org থেকে ইনস্টলেশন ফাইল টিকে ডাউনলোড করে নেব। এরজন্য ডাউনলোড ওয়ার্ড প্রেস বাটনএ ক্লিক করব। ডাউনলোড পেজ থেকে আমরা ওয়ার্ড প্রেস এর লেটেস্ট ভার্সন টি ডাউনলোড করব। এখান থেকে ৪.৯ এই ভার্সনটি সিলেক্ট করে ক্লিক করব। এটি ডাউনলোড হতে থাকবে। ইনস্টলেশন ফাইল টি ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের হোস্টিং প্যানেলে এ ফাইল টিকে আপলোড করব।
হোস্টিং সিপ্যানেলে প্রবেশ করার জন্য আমাদের ডোমেইন নেম এর পর একটি স্ল্যাস দিয়ে লিখতে হবে সিপ্যানেল। হোস্টিং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগইন করব। লগইন হয়ে গেলে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার এ ক্লিক করব। এখান থেকে publi_html এই ডিরেক্টরিতে প্রবেশ করব। এখানে আমরা ওয়ার্ড প্রেস ইনস্টলেশন ফাইল টিকে আপলোড করব। আপলোড করার জন্য ওপরের মেনু থেকে আপলোড বাটনে ক্লিক করব। অতঃপর সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করব। ওয়ার্ড প্রেস ইনস্টলেশন ফাইল টি সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। ফাইল টি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপলোড কমপ্লিট হয়ে গেলে এই উইনডো টি ক্লোজ করে দেব। এরপর রিলোড বাটনে ক্লিক করব। ইনস্টলেশন ফাইল টি zip আকারে আছে। আমরা unzip করার জন্য ফাইল টি সিলেক্ট করব এবং extract বাটনে ক্লিক করব এরপর extract file এ ক্লিক করব। এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গেলে ক্লোজ বাটনে ক্লিক করব। এখানে ওয়ার্ড প্রেস নামে এক্সট্রাক্টেড ফোল্ডার টি দেখতে পাব। জিপ ফাইল টি সিলেক্ট করব এবং ডিলিট করে দেবো। এবার ওয়ার্ড প্রেস ডিরেক্টরিতে প্রবেশ করব। ইনস্টলেশন ফাইল গুলো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির মাঝে আছে। ফাইল গুলো আমরা হোম ডিরেক্টরিতে মুভ করব। এজন্য সিলেক্ট অল বাটনে ক্লিক করব। মেনু বার থেকে মুভ বাটনে ক্লিক করব। এবং wordpress লেখা টি রিমুভ করে দেব। এরপর move file(s) এই বাটনে ক্লিক করব। এখন এই ডিরেক্টরি থেকে বের হতে up one level বাটনে ক্লিক করব। এমটি ওয়ার্ড প্রেস ডিলিট করে দেবো। ইনস্টলেশন প্রসেস টি রান করার জন্য আমাদের একটি ডাটাবেইজ ক্রিয়েট করতে হবে। এবং ডাটাবেইজ এর ইনফরমেশন গুলো wp-config-sample.php এই ফাইল টিতে ইনপুট দিতে হবে। ডাটাবেইজ এর অর্থ হলো তথ্য ভান্ডার। তথ্য বা ডাটা সংরক্ষণ এবং ব্যবহার করতে ডাটাবেইজ প্রোগ্রামটি আমাদের সাহায্য করে। ডাটাবেইজ ক্রিয়েট করার জন্য সিপ্যানেল মেইন ট্যাপটি সিলেক্ট করব। ডাটাবেইজ সেকশন থেকে MySQL Database এই অপশন টি সিলেক্ট করব। ক্রিয়েট নিউ ডাটাবেইজ সেকশনে ডাটাবেইজ এর নাম দেবো। এবার নিজের ওয়েব সাইটের সাথে সামঞ্জস্য রেখে ডাটাবেইজ এর নাম দেবো। এরপর ক্রিয়েট ডাটাবেইজ এ ক্লিক করব। ডাটাবেইজ ক্রিয়েট হয়ে গেলে Go Back বাটনে ক্লিক করব। কারেন্ট ডাটাবেইজসেস সেকশনে আমরা যে ডাটাবেইজ টি তৈরি করেছি তা দেখতে পাব। ডাটাবেইজ নেমটি কোথাও সেভ করে রাখবো। একটি ওয়েব সাইটে যেমন এক্সেস করতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে সেরকম ডাটাবেইজ এ কোন তথ্য সংরক্ষণ অথবা ব্যবহার করতে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এবার স্ক্রল করে নিচে আসলে নতুন একটি ইউজার আইডি ক্রিয়েট করার জন্য একটি সেকশন দেখতে পাব। ইউজার নেম ফিল্ডে একটি ইউজার নেম দেব এবং পাসওয়ার্ড জেনারেটর এর মাধ্যমে একটি সিকিউর পাসওয়ার্ড জেনারেট করে নেব। জেনারেট হওয়া পাসওয়ার্ড টি অবশ্যই কপি করে রাখবো। I have copied this password in a safe place এই চেক মার্কটি সিলেক্ট করব। এবং ইউজ পাসওয়ার্ড বাটনে ক্লিক করব। ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করব। কোটেশন এর মাঝে থাকা ইউজার নেমটি হবে আমাদের ডাটাবেইজ এর ইউজার নেম। ডাটাবেইজ ইউজার নেম টি কপি করব এবং তা কোথাও সেভ করে রাখবো। এড ইউজার টু ডাটাবেইজ এই সেকশন থেকে আমরা যে ডাটাবেইজ টি ক্রিয়েট করেছি সেই ডাটাবেইজে ইউজার টি এড করব। অল প্রিভিলেজেস এ টিক মার্ক দেবো। এবং মেইক চেঞ্জেস বাটনে ক্লিক করব। এরপর গো বেক বাটনে ক্লিক করে আমরা ডাটাবেইজ সেকশনে চলে আসবো। ডাটাবেইজ ক্রিয়েট এবং ডাটাবেইজ ইউজার নেম এড করার সমস্ত কাজ আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা ওয়ার্ড প্রেস কনফিগার ফাইলে ডাটাবেইজের ইনফরমেশন গুলো ইনপুট দেবো। ফাইল ম্যানেজার ট্যাবটি সিলেক্ট করব। wp config sample.php এ ফাইল টি সিলেক্ট করব। এবং ওপরের মেনু থেকে রিনেম অপশনে ক্লিক করব। এখান থেকে sample লেখা টি রিমুভ করে দেব। এবং wp-config.php এই নামে রিনেম করব। ইনপুট দিতে wp-config.php এই ফাইল টি সিলেক্ট করব। এবং ওপরের মেনু থেকে এডিট অপশনে ক্লিক করব। এরপর আরো Edit button এ ক্লিক করব। যে কোডিং ইন্টারফেস আসবে সেখানে Database Name Here এখানে আমরা ডাটাবেইজ এর নাম দেবো। User Name Here এখানে আমরা ডাটাবেইজ ইউজার নেম দেবো এবং সবশেষে Password Here এ আমরা পাসওয়ার্ড টি দেবো এবং save change এ ক্লিক করব। সেভ হয়ে গেলে ওয়ার্ড প্রেস ইনস্টলেশন টি Run করতে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করব এবং এখান থেকে ল্যাংগুয়েজ সিলেক্ট করে English করব এবং কন্টিনিউ করব। সাইট টাইটেল ফিল্ডে আমাদের সাইট নেম দেবো। এরপর ওয়ার্ড প্রেস এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য একটি ইউজার নেম ক্রিয়েট করব। এখন পাসওয়ার্ড ফিল্ডে অটোমেটিক একটি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এবং পাসওয়ার্ড টি সেভ করে রাখবো। ইউর ইমেইল সেকশনে আমাদের পারসোনাল ইমেইল টি দেবো। এবং ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে সাক্সেস সো করবে। ওয়ার্ড প্রেস এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমাদের ডোমেইন নেম এরপর স্ল্যাস দিয়ে লিখতে হবে wp-admin আর ওয়ার্ড প্রেস ইনস্টলেশন এর সময় যে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন হয়ে গেলে ওয়ার্ড প্রেস ডেসবোর্ড থেকে আমরা আমাদের সাইট এ ডিজাইন করা ও নতুন পোস্ট দেয়া মিডিয়া আপলোড অথবা পেইজ ডিজাইন যাবতীয় সব কাজ এখান থেকে করতে পারবো। এভাবে আমরা C-Panel এর মাধ্যমে ম্যানুয়ালি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারি। আজকের মত এই পর্যন্ত ই। দেখা হবে আগামী কোন এক নতুন টপিক এ।
বন্ধুরা আমার আরও পোস্ট পড়ুন গ্রাথোর এ প্রকাশ করা পোস্ট গুলো থেকে।
ধন্যবাদ।