সিসি ক্যামেরার একাল সেকাল

সিসি ক্যামেরার ব্যবহার আজকাল সকল জায়গায় খুবই সমাদৃত এবং প্রশংশীত হচ্ছে।আজকাল শুধুই অফিসে সিস ক্যামেরা ব্যবহার করা হয় তা কিন্তু নয়। বরং সকল স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, বিপনি-বিতান,দোকানে, মানুষের বাসা বাড়িতে ব্যবহার করা হচ্ছে এই সিসি ক্যামেরা।সিসি ক্যামেরা মূলত নিরাপত্তার জন্যই ব্যবহার করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে মানুষের গতিবিধি পর্যালোচনা করা এবং সেই সাথে অপরাধমূলক গতিবিধি লক্ষ্য করা এবং অপরাধী শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে৷

দিন দিন সিসি ক্যামেরার ব্যবহার বেড়েই যাচ্ছে। কারণ মানুষ উপস্থিত না থাকলেও সিসি ক্যামেরা সকল কিছু রেকর্ড হচ্ছে।যেই নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা ব্যবহৃত হয় সেই সিসি ক্যামেরা যদি হ্যাক হয় তখন কি হতে পারে কখনো কি ভেবে দেখেছেন?

আজকাল অপরাধীরা অপরাধ করার আগে আগে থেকেই সাবধানতা অবলম্বন করেছেন। এখন আসি সিস ক্যামেরা হ্যাক হলে কি কি সমস্যার সম্মুক্ষীণ হতে পারেনঃ

১.যদি কোন ব্যক্তি যদি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে থাকে কিংবা কোন সিসি ক্যামেরা হ্যাক করা হয়ে থেকে তাহলে অপরাধীর অপরাধ কর্মের ভিডিও ফুটেজ পাওয়া দুষ্কর হবে।সেই সাথে হ্যাক করলে কিছুদিন এর ভিডিও ফুটেজ ও ডিলিট করা সম্ভাব।

২.এছাড়াও হোটেল এ গোপন সিসি ক্যামেরার মাধ্যমে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা হানীর মতো ঘটনা ঘটছে।

৩.অনেক বিউটি স্যালুনে গোপন সিস ক্যামেরার মাধ্যমে মানুষের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হচ্ছে।

৪.এছাড়াও অনেক সোউরোমে বড় বড় দোকানগুলোতে ট্রায়াল রুমে গোপন সিসি ক্যামেরা ব্যবহার মানুষের ক্ষতি করা হচ্ছে।
৫. বড় বড় অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা হ্যাক এর মাধ্যমে অপরাধীরা অপরাধ কর্ম সংঘটিত করেও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

৬.এছাড়াও সিসি টিভি হ্যাক করে অনেক ধরণের গুরুত্বপূর্ণ ডাটা হ্যাক করা যায়।

এছাড়াও এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিসি টিভি হ্যাক করা হলে আমাদের শুধু কর্ম জীবনে নয় ব্যক্তিগত জীবনেও অনেক ধরণের সমস্যার সম্মুক্ষীণ হতে পারে।এখন তাই আলোচনা করা যাক কিভাবে আপনি সিসিটিভি হ্যাকিংয়ের হাত থেকে নিরাপদে থাকতে পারবেন ঃ
১.সিসি ক্যামেরা এমন এক জায়গায় স্থাপন করুন যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে।
২.কোন বড় ধরনের দোকানে ট্রায়াল রুমে গেলে অবশ্যই হাত দিয়ে গ্লাস চেক করে নিবেন।
৩.কোন ধরণের বিউটি সেলুন এ গেলে অবশ্যই আশে পাশে ভালোভাবে সিসি ক্যামেরা দেখে নিবেন।
৪.সচেতন থাকতে হবে প্রতি মুহুর্তে। কারণ ক্ষতি হলে আপনার হবে। আপনার ক্ষতি হলে কেউ এগিয়ে আসবে না। তাই সময় থাকতে সচেতন হউন।

Related Posts

10 Comments

মন্তব্য করুন