স্টুডেন্ট লাইফ থেকেই এই ৪ টি ব্যবসা করতে পারেন।

আশা করি সবাই ভালো আছেন।আমরা তো সবাই স্টুডেন্ট।আমাদের স্টাডি লাইফে আমরা সর্বপ্রথম কেজি স্কুল বা প্রাইমেরি স্কুল থেকে পড়াশোনা করি।তখন আমরা খুব ছোট থাকি।তখন তো ব্যবসা করার চিন্তা মাথায় আনা যায় না।তারপর আমরা হাইস্কুলে উঠি।তখন আমাদের খেলাধুলাটা একটু করিয়ে দিয়ে পড়াশুনাটা একটু ভালোভাবে করতে হয়।তাই তখন ব্যবসা করা যায় না।তারপর আমরা কলেজ লাইফে উঠি।এবং যখন কলেজে উঠি তখন একটু সবাই বড় হই।কিন্তু তখন আমাদের মধ্যে অনেকে টিউশনি করায়।এতে তাদের জ্ঞান অর্জন হয়।আর কলেজ লাইফে পড়াশোনার চাপ তুলনামূলক অনেক বেশি।তাই তখন কলেজ আর ব্যবসা দুইটা একসাথে চালানো সম্ভব না।তাই কলেজ লাইফে আমরা ব্যবসা করতে পারবো না।তারপর আরেকটু বড় হলে আসে ভার্সিটি লাইফ যেইখানে পড়াশুনার চাপ অনেক কম।তাই সেইসময়ে বন্ধুদের সাথে সময় নষ্টটা কমিয়ে দিয়ে ব্যবসা শুরুই করা যেতে পারে।এখন আজকে আমি বলবো কোন ব্যবসাগুলো করতে পারেন।ভার্সিটি লাইফ থেকে ব্যবসা শুরু করার জন্য নিচে ৪ টি ব্যবসার কথা উল্লেখ করা হলো;

১.টি-শার্টের ব্যবসা।শুরুতে আপনার এলাকায় টি-শার্ট ব্যবসা দিয়েই শুরু করতে পারেন।তারপর কয়েকবছর পর সারাদেশে ছরিয়ে দিতে পারেন এবং এটা ই-কমার্স মাধ্যমে করতে পারেন।তারপর যখন আপনার ভার্সিটি লাইফ শেষ হয়ে যাবে তখন ব্যবসাটা ভালো হলে আপনার আর চাকরির পিছনে ঘুরতে হবে না।

২.হোটেলের ব্যবসা।আপনিও আপনার কিছু বন্ধু মিলে যদি এই ব্যবসাটা শুরু করতে পারেন।কিছু সার্ভিস দিতে পারেন।যেমন;হোম ডেলিভারি দিতে পারেন,মাসে বা বছরে ডিসকাউন্ট দিতে পারেন।আশা করা যায় এই ব্যবসাটা সারাদেশে ছরিয়ে না দিতে পারলেও আপনি অনেক লাভবান হতে পারবেন।

৩.খেলার সামগ্রির ব্যবসা দিতে পারেন।খেলার সামগ্রির উপর মানুষের অনেক নজর আছে।আপনি কাষ্টমারের সাথে ভালো ব্যবহার করবেন আর ঠিকভাবে প্রচার করতে পারলে এই ব্যবসাতেও সফল হতে পারেন।

৪.শপিং-মল দিতে পারেন।আপনি একটা এমাউন্ট ইনভেস্ট করে যদি এই ব্যবসাটা করতে পারেন,তাহলে অনেক লাভবান হবেন।এর জন্য দরকার হবে ভালো প্রোডাক্ট আর সুন্দর ডেকোরেশন তাহলে যে কেওই আপনার দোকান থেকে পন্য কিনবে।

উল্লেখিত ৪ টি ব্যবসার কথা বলা হয়েছে,তবে ব্যবসা না করলেও আপনি চাকরি বা টিউশনিও করাতে পারেন।কিন্তু পড়াশোনার দিকে নজর দিয়ে এইসব কিছু করার চেষ্টা করলে সব দিক দিয়েই লাভ হয়।আর এখন করোনা পরিস্থিতিতে সবাইকে বলবো; ঘরে থাকুন,নিজে সুস্থ থাকুন,সবাইকে সুস্থ রাখুন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন