স্প্রেডশিট প্রােগ্রাম কী ? স্প্রেডশিটের সাহায্যে শতকরা নির্ণয়

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করব আশাকরি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই শিখে নিন

স্প্রেডশিট প্রােগ্রাম কী ? স্প্রেডশিটের সাহায্যে শতকরা নির্ণয় ।
প্রেডশিট হলাে এক ধরনের কম্পিউটার প্রােগ্রাম । ডেস্কটপ , ল্যাপটপ বা স্মার্টফোনে ব্যবহৃত অফিস প্রােগ্রাম যা মূলত হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় তাকে স্প্রেডশিট প্রােগ্রাম বলা হয় । এটিকে কখনাে কখনাে ওয়ার্কবুক ও বলা হয় । একটি রেজিস্টার খাতায় যেমন অনেক গুলাে পৃষ্ঠা থাকে , তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলাে ওয়ার্কশিট থাকে । একেক টা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে । প্রত্যেকটা সারি ও কলাম সেল নামে পরিচিত । স্প্রেডশিট সাহায্যে শতকরা নির্ণয় করার পদ্ধতি উদাহরণ সহ লেখা হলাে উদাহরণ : ৫০০ টাকার ২৫ % কত টাকা ? স্প্রেডশিট মাধ্যমে সমস্যা টি সমাধানের ক্ষেত্রে ফলাফল সেলে । = A3 * B3 % সূত্র প্রয়ােগ করে সমাধান করা যায় । সূত্রটি ফলাফল । সেলে কি – বাের্ডের সাহায্যে প্রথমে = চিহ্ন দিয়ে ৫০০ লেখা সেলে ক্লিক । করতে হবে । তারপর কি – বাের্ডে * চাপতে হবে এবং ২৫ লেখা সেলে । ক্লিক করতে হবে । এরপর কি – বাের্ড থেকে % লিখে Enter করতে হবে । তাহলে ফলাফল পাওয়া যাবে ।

আপনারা কম্পিউটারে অনেক কিছুই বোঝেন না স্প্রেডশিট কি তাই এখন ও বুঝেন না এটা আপনাদের কি এখন এই পোষ্টের মাধ্যমে হালকা-পাতলা হলো কিছু একটা বোঝাতে
আমি আপনাকে দের কে দেখিয়েছি স্প্রেডশিট এর মাধ্যমে আপনারা কিভাবে শতকরা নির্ণয় করবেন
এটা আপনাদের কে দেখাইছি

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

এখনই এই পোস্টটি পড়ে আপনারা এখন ট্রাই করে দেখুন
আমার জানামতে আপনারা এটা পারবেন স্প্রেডশিটের সাহায্যে শতকরা নির্ণয় ।
আপনারা সব সময় ভাববেন যে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা না করলে আপনি কোন কিছুই পারবেন না তাই এটা পড়ে এখনি আপনার শুরু করে দিন আপনারা মনে সব সময় আত্মবিশ্বাস রাখবেন

আল্লাহতালা আপনাদের সবার মাঝে শান্তি সৃষ্টি করে দিন

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts