স্বপ্নে লোটুরা পাখি দেখ কি বুঝায়/লোটুরা পাখি নিয়ে এটকি গল্প।

ইবনে মাজাহ আবু দাউদ শরীফের হাদিস অনুসারে, লোটুরা পাখি ভক্ষণ করা হারাম।
আর এই হাদীসটি হযরত মাওলানা আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন।

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন মৌমাছি হুদহুদ পাখি
মারতে নিষেধ করেছেন।
মারতে নিষেধ করা হারাম হওয়ার প্রমাণ।
তদুপরি এটা হারাম হওয়ার আরেকটি কারণ,
আরবগণ লোটুরার ডাক ও ছবি কে অলক্ষুণ মনে করত।
কারো কারো মতে ভক্ষণ করা হালাল।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এহরাম অবস্থায় এটা হত্যা করার দরুন শাস্তির বিধান আরোপ করেছেন।

ইমাম মালেক রহ. এর অভিমত হলো তাই,
কিন্তুু আল্লামা কাজী আবু বকর ইবনে রাবি বলেছেন হাদীস শরীফে এটা হত্যার যে নিষেধাজ্ঞা এসেছে তা হারাম হিসেবে নয়,
বরং আরবদের মনে এটা অলক্ষুণ বলে যে ভ্রান্ত অলীক ধারণা বাসা বেঁধেছিল তার মূল উৎপাটনে উদ্দেশ্য ছিল।

🥀লোটুরা পাখি নিয়ে

এক বেদুঈন ছেলে ভ্রমণে গেল।
ভ্রমণ হাতে ফিরে এলে তার পিতা তাকে জিজ্ঞাসা করল,
তুমি ভ্রমণ পথে কি কি নতুন জিনিস দেখেছো? পুত্র বলল পথে এক স্থানে আমার পিপাসা পেল।

আমি পানি সংগ্রহ করার জন্য একটি মশকের নিকট গেলাম।
কিন্তু আমি আসতেই লোটুরা কথা বলতে লাগলো।
একথা শুনে পিতা বলল তুমি একে ছেড়ে দিয়েছিলে অন্যতায় আমি তোমার পিতা নয়।
পত্র বলল হ্যা. আমি ছেড়ে দিয়েছিলাম। পিতা জিজ্ঞাসা করল, তারপর কি হল?
ছেলেটি বলল তারপর আমার পিপাসা আরো বেড়ে গেল।
আমি তৃতীয়বার মশক থেকে পানি আনার মনোস্থ করালাম।
তখন পুনরায় লোটুরা কথা বলে উঠলো।
একথা শুনে পিতা প্রশ্ন করল,তবে কি তুমি একে তরবারি দ্বারা কেটে ফেলেছো?
অন্যতায় আমি তোমার পিতা নই।
ছেলেটি বলল হ্যা. আমি এমনি করেছিলাম।
পিতা বলল তুমি কি এর মধ্যে সাপ দেখেছিলে? ছেলেটি বলল হ্যা. পিতা একথা শুনে আল্লাহু আকবার বলে উঠলো।

(আরেক ব্যক্তির অনুরুপ একটি ঘটনা শুনুন।)
সেও ভ্রমণে গিয়েছিল।
ফিরে আসলে পিতা জিজ্ঞাসা করল ভ্রমণকালে তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছিলে?
ছেলেটি বললো আমি একটি টিলার ওপর একটি লোটুরা পাখি দেখলাম।
পিতা বলল, তুমি কি এটাকে শেখান হতে তাড়িয়ে দিয়ে ছিলে বল।
অন্যতায় তুমি আমার ছেলে নও।
ছেলে বলল হ্যা. আমি ওটাকে তাড়িয়ে দিয়ে ছিলাম।
পিতা বলল এরপর কি হল?
ছেলেটি বলল,লোটুরা টি একটি বৃক্ষের উপর গিয়ে বসল।
পিতা বলল তুমি কি এটাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলে? বল।
অন্যতায় আমি তোমার পিতা নও।
ছেলেটি বলল হ্যাঁ আমি সেটাকে তাড়িয়ে দিয়েছিলাম।
পিতা বলল,তারপর কী হল?
ছেলেটি বলল তার পর পাখি টি একটি পাথরের উপর গিয়ে বসল।
পিতা বলল,তুমি কি পাথরটি উল্টিয়ে দেখেছিলে বল,
অন্যতায় তুমি আমার ছেলে নও।
ছেলেটি বলল হ্যাঁ আমি তাই করেছিলাম।
তাহলে তুমি পাথরের নিচে যা পেয়েছো, তা থেকে আমার অংশ আমাকে দিয়ে দাও।
সুতরাং ছেলেটি পাথরের নিচ হতে সংগ্রহীত গুপ্তধনের একটি অংশ পিতাকে দিয়ে দিল।
👉এবার আসা যাক মূল কথায় যে শিরোনাম ছিল।

🥀🥀স্বপ্নে লোটুরা দেখার তদবির শুনবো🥀🥀
স্বপ্নে লোটুরা দেখার ব্যাখ্যা রিয়াকার,
তথা যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে।
অর্থাৎ যে ব্যক্তি দিনের বেলায় মানুষের সামনে তাকওয়া পরহেজগারি প্রকাশ করে আর রাতে মন্দ কাজ করে।
এ স্বপ্নের আরেক ব্যাখ্যা হলো ডাকাত যে বহু মাল জমা করে কারো সাথে মিশিয়ে না।
ইত্যাদী।
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম🥀

Related Posts

15 Comments

মন্তব্য করুন