আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রিকস শেয়ার করার জন্য এসেছি।
এই আর্টিকেলে আমরা জানবো স্মার্ট ফোন গরম হয় কেন এবং মোবাইল গরম হলে কি করতে হবে। এই দুটো ব্যাপার নিয়ে আজ আমি আপনাদের মাঝে কথা বলব। এমনিতেই আমাদের মধ্যে প্রায় সময় নিজেদের মোবাইল গরম হয়ে যাওয়া অনুভব করে থাকি।
কারন আজকাল স্মার্ট ফোন করতে আমরা অনেক ভারি অ্যাপস, গেমস এবং ফাংশন ব্যবহার করে থাকি।
অনেক সময় মোবাইল প্রসেসর এর উপর চাপ পড়ার ফলে যে কোন মোবাইল কিছু পরিমানে গরম হওয়া স্বাভাবিক এবং সাধারন কথা।
তবে কিছু মোবাইলে ক্ষেত্রে এটা স্বাভাবিক বা সাধারণ কথা নাও হতে পারে।
কোন কিছু কিছু মোবাইল নিজে অধিক পরিমাণে গরম হয়ে থাকে।
তাছাড়া মুভি গেমস মোবাইলে ব্যাবহার করার ফলে মোবাইল এতোটাই গরম হয়ে যায় যে বিস্ফোরিত হওয়ার মতো অবস্থা।
তাই আপনার মোবাইলের সাথে যদি এরকম হিটিং সমস্যা দেখা দেয় তাহলে এখনই সতর্ক হওয়া জরুরি।
একটি স্মার্টফোন বিভিন্ন কারণে গরম হতে পারে কেবল একটি বিশেষ কারণে গরম হচ্ছে সেটা কখনোই বলা যাবে না।
অনেক সময় আপনার মোবাইলে অনেক গরম হয়ে যাওয়ার কারণ হলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সেই প্রয়োজনীয় অ্যাপস গুলি গরম হওয়ার কারন হয়ে দাঁড়ায়।
মোবাইল ফোন গরম হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। মোবাইলে হিটিং এর প্রধান কারণ হলো
1. আপনার মোবাইলে ব্রাইটনেস বাড়ানো থাকলে
প্রায় সময়ই দেখা যায় আপনার মোবাইলের ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো থাকে বলে মোবাইল ফোন গরম হয়ে যেতে পারে। তবে এটা কোন সমস্যা নয়।
তাই নিজের মোবাইলের ডিসপ্লে ব্রাইটনেস সব সময় অটো করে রাখবেন ।
2. ওয়াইফাই মোবাইলে অনেকক্ষণ ধরে কানেক্ট থাকলে
অনেক সময় মোবাইলে ওয়াইফাই হটস্পট চালু করে রাখলে মোবাইল গরম হয়ে থাকে। তবে এই কারণে গরম হয়ে থাকা এটাই স্বাভাবিক।
3. ফল্ট ব্যাক্গ্রাউন্ড রানিং অ্যাপস
আমরা আমাদের মোবাইলে অনেক সময় অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি।
তবে অধিকাংশ মোবাইল গরম হওয়ার কারন কিছু ত্রুটি পূর্ন মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তাই সেই অ্যাপস গুলো এখনি ডিলেট করে ফেলুন।
4. ফল্ট চার্জার এবং ব্যাটারি
অবশ্যই আপনার মোবাইল খারাপ ব্যাটারি এবং চার্জার এর কারনে গরম হতে পারে। তাই সবসময় নিজের মোবাইলের চার্জার দিয়ে চার্জ করুন। মোবাইল এ ওভার চার্জ দিবেন না যেমন 100% এর ওপরে। এতে ব্যাটারি ড্যামেজ হতে পারে ।
মোবাইল গরম হলে করনীয় কি
এখন চলুন জেনে নেই মোবাইল গরম হলে করনীয় কি।
1. আপনার মোবাইলের চার্জিং ক্যাবল চেক করুন
2. মোবাইলের কেস খুলে ফেলুন।
3. মোবাইলে অধিক চাপ দিবেন না যেমন গেমস খেলা ইত্যাদি।
4. মোবাইলের হটস্পট, ওয়াইফাই ইত্যাদি কানেক্টিভিটি বন্ধ করুন।
5. অপ্রয়োজনীয় অ্যাপস ডিলেট করুন।
6. মোবাইল এর ব্রাইটনেস কমিয়ে রাখুন ।
এইসব নিয়মগুলো মেনে মোবাইল ব্যাবহার করলে মোবাইল গরম হওয়ার হাত থেকে রক্ষা পাবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে কোনো একটি নতুন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।