স্মার্টফোন হ্যাং সমস্যার সহজ সমাধান

স্মার্টফোন হ্যাং আসলেই গুরুতর একটি সমস্যা। কম বেশি সবারই প্রায়ই এই কাজটি হয়। যা আসলেই বিরক্তিকর। আবার অনেক সময় ফোনটি এমন এমন সময়ে হ্যাং করে তখন ফোনটি ভেঙ্গে ফেলতেও ইচ্ছা করে। কিন্তু আসলেই কি হ্যাং সমস্যার সমাধান রয়েছে? হ্যাঁ সমাধান আছে। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে সমস্যাটি হয়েছে আমাদের জন্যই আবার এর সমাধানও আমরাই করতে পারি খুব সহজে।

তো চলুন জেনে নেয়া যাক কি কি কারণে স্মার্টফোন হ্যাং করে? ও এর সমাধান কি?

স্মার্টফোন যেসব কারণে হ্যাং হয়

  • ফোনের র‍্যাম ও রম এর জায়গা ফাঁকা না থাকার কারণে।
  • অধিক অ্যাপ ও উচ্চ গ্রাফিক সম্পন্ন গেম ইন্সটল করার কারণে।
  • কম র‍্যামের ফোনে বেশি অ্যাপ ব্যবহার করলে।
  • একসাথে অনেক অ্যাপ ব্যবহার করার সময় ফোন বেশি হ্যাং হয়।
  • অ্যানিমেশন যুক্ত থিম, ওয়ালপেপার ইত্যাদি ব্যবহারের জন্য।
  • মেমোরি কার্ডে অতিরিক্ত ক্যাস (Cache) জমা হলে।
  • ফোন অনেকদিন যাবত রিস্টার্ট না দিলে।
  • ফোন অত্যধিক গরম হয়ে গেলে।
  • এক্সটারনাল মেমোরি অর্থাৎ SD card পূর্ণ হয়ে গেলেও অনেক সময় ফোন হ্যাং করতে পারে।
  • ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ করলে।
  • হার্ডওয়্যার জনিত ত্রুটির কারণে।

ইত্যাদি আরো বিভিন্ন কারণেই স্মার্টফোন হ্যাং করতে পারে। তবে উপরিউক্ত সমস্যা গুলোর জন্যই বেশিরভাগ সময় মোবাইল হ্যাং করে। তো চলুন এবার জানা যাক এসব সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব।

স্মার্টফোন হ্যাং সমস্যা যেভাবে সমাধান করা সম্ভব

  • র‍্যাম ও রমে যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখুন।
  • উচ্চ গ্রাফিক সম্পন্ন গেম ও অতিরিক্ত অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
  • আপনার ফোনে র‍্যামের জায়গা অনুযায়ী অ্যাপ ইন্সটল (Install) করুন।
  • একসাথে অধিক অ্যাপকে কাজ করাবেন না। এতে করে র‍্যাম ও প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পরে।
  • অ্যানিমেশন যুক্ত থিম ও ওয়ালপেপার ব্যবহার কমিয়ে দিন।
  • নিয়মিত ফোনের ক্যাস (Cache) ক্লিয়ার করুন।
  • আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোন রিস্টার্ট না দেয়া। অনেকেই আছে ফোনটি একেবারেই রিস্টার্ট দেন না। ফোনকে প্রতিদিন একবার করে রিস্টার্ট দিন। তাহলে ফোনটি খুব ভাল পারফর্মেন্স করবে।
  • ফোনে একনাগাড়ে কাজ করতে থাকলে একটা সময় ফোন বেশ ভালো পরিমাণের গরম হয়ে যায়। এসময়ও ফোনটি হ্যাং হতে পারে। ফোনটি অত্যধিক গরম হয়ে গেলে ব্যাক কাভার খুলে কাজ করুন। অথবা ফোনটি কিছুক্ষন বন্ধ করে ব্যাটারিটি খুলে রাখতে পারেন। তারপর ঠাণ্ডা হলে পুনরায় কাজ করতে পারেন।
  • অনেক সময় ফোনের SD card পূর্ণ হয়ে গেলেও ফোনটি হ্যাং করতে পারে। এজন্য SD কার্ডে সবসময় ১ জিবি পরিমাণ জায়গা ফাঁকা রাখার চেষ্টা করুন।
  • আপনার ফোনে যদি কোনো ভাইরাস অথবা ম্যালওয়্যার আক্রমণ করে তাহলে ফোনের অপারেটিং সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। এজন্য ফোনে ভাল একটি অ্যান্টিভাইরাস ইন্সটল করুন এবং ফোনকে নিয়মিত স্ক্যান করুন।
  • ভাল মানের একটি র‍্যাম ক্লিনার অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে র‍্যাম বেশ খানিকটা ফ্রি হয়ে যায় এবং ফোনটি দ্রুত কাজ করে।
  • আপনার ফোনের হার্ডওয়্যার জনিত ত্রুটির কারণেও ফোনটি হ্যাং করতে পারে। সেক্ষেত্রে আপনার ফোনের নির্দিষ্ট ব্রান্ডের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

স্মার্টফোন হ্যাং সমস্যার এই আর্টিকেলে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানলাম যে কি কি কারণে ফোন হ্যাং হতে পারে এবং এই সমস্যা গুলোর সমাধান কি? ইত্যাদি।

আশা করি সমাধান গুলো একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনার ফোনটি কেন হ্যাং করে। অবশ্যই আমরা আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Related Posts

11 Comments

মন্তব্য করুন