“স্মার্ট ফোনের নীল আলো থেকে দূরে থাকুন”

বর্তমানে আমরা সবাই এখন স্মার্ট ফোন কম বেশি ব্যবহার করছি।এবং এর ক্ষতি সম্পর্কে আমাদের ধারণাও নেই যা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে।তো চলুন জেনে আসি সেই ক্ষতিকর দিক সম্পর্কে।আমরা যখন আমাদের মোবাইল অন করে কোনো কাজ করি তখন কিন্তু স্কেন এ আমরা সব কিছু খুব ভালো ভাবেই দেখতে পারি।কিন্তু এটি আমরা কিসের মাধ্যমে দেখি সেটি হচ্ছে মোবাইলের ভিতরে কত গুলো এল ই ডি লাইট দ্বারা সেটিকে আলোকিত করা হয় যা আমরা যার মাধ্যমে আমরা আমাদের মোবাইলের ভিতরের সব কিছু দেখতে।কিন্তু একটি আলোর দিকে কতখন তাকিয়ে থাকা যায় কিন্তু তাও আমরা ঐসব কিছু চিন্তা না করে আমরা তা প্রতিনিয়তই ব্যবহার করছি।আর এই ভাবে যদি আমরা কয়েক বছর একটানা ব্যবহার করি তাহলে আমাদের চোখে সমস্যা হতে পারে যেটি হলে আমরা আর কখনও দেখতে পাবো না কিন্তু এটি এত কম হয় কেন।কারন মোবাইলের সাদা রঙের আলোতে আমাদের চোখের এতো বেশি ক্ষতি করে না।তাই আমরা এত বছর এই ভাবে ব্যবহার করতে পারি।কিন্তু বর্তমানে এখন কিছু স্মার্ট ফোন বের হয়েছে যার ভিতরের স্কেনের আলো গুলো নীল বর্ণের যা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর।যেটি ব্যবহার করলে আমাদের চোখ এক থেকে দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে।এবং ঐ নীল বর্ণের আলো গুলো আমাদের চোখের ভিতরে প্রবেশ করে অনেক ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি করে যার মাধ্যমে ক্যান্সার হতে পারে অবশেষে আমাদের মৃত্যু হতে পারে।এছাড়াও অনেক আপস এর মধ্যে এই রকম নীল রঙের আলো ব্যবহার করা হয় ঐ গুলো থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব।এই নীল রঙের আলো অত্যন্ত প্রভাব শালী একটি এই আলো শরীরের অনেক ক্ষতি করে।

Related Posts